রাসবিহারীর অগ্নিকাণ্ডে পানশালার বিরুদ্ধে চিঠি

রবিবারই মিটার বক্সের কাছে গ্যাস সিলিন্ডার মজুত করা নিয়ে পানশালা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন বাসিন্দারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুন ২০১৮ ০২:৫৯
Share:

রাসবিহারী অ্যাভিনিউয়ের আবাসন সংলগ্ন পানশালার মিটার বক্স থেকেই রবিবার সকালে আগুন লেগেছিল বলে দাবি বাসিন্দাদের। সোমবার ওই আবাসনের বাসিন্দা প্রসেনজিৎ গুইনের দাবি, এ দিন সকালে সিইএসসি-র কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, নির্দিষ্ট ক্ষমতার তুলনায় অতিরিক্ত বিদ্যুতের ব্যবহারে পানশালার মিটারে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে।

Advertisement

রবিবারই মিটার বক্সের কাছে গ্যাস সিলিন্ডার মজুত করা নিয়ে পানশালা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন বাসিন্দারা। এ দিন সিইএসসি-র বক্তব্য জানার পরে তাঁরা টালিগঞ্জ থানা, দমকল এবং কলকাতা পুরসভাকে ওই পানশালার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানিয়ে একটি চিঠি দিয়েছেন। রবিবারের অগ্নিকাণ্ডে পাঁচ তলার আবাসিক বৃদ্ধ দম্পতি আটকে পড়েছিলেন। সমস্যায় পড়েছিলেন আবাসনের অন্য প্রবীণ বাসিন্দারাও।

মাস চারেক আগে একই ভাবে ওই আবাসনের মিটার বক্সে আগুন লেগেছিল। সেই প্রেক্ষিতে পানশালা কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে চিঠি দিয়েছেন আবাসনের বাসিন্দারা। পানাশালা কর্তৃপক্ষের অবশ্য দাবি, বাসিন্দাদের তোলা এই সব অভিযোগ একেবারেই ভিত্তিহীন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন