বেপরোয়া বাসের চাকায় পিষ্ট মহিলা

কোথাও ব্যস্ত রাস্তার মোড়ে রাখা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি, আবার কোথাও বড় হোর্ডিংয়ে গাড়ি চালানোর নিয়ম লিখে ঝুলিয়ে রাখা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৮ ০১:২৭
Share:

প্রতীকী ছবি।

পথ নিরাপত্তা সপ্তাহে রাস্তা পেরোতে গিয়ে ফের বেপরোয়া গতির বলি হলেন এক মহিলা।

Advertisement

কোথাও ব্যস্ত রাস্তার মোড়ে রাখা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি, আবার কোথাও বড় হোর্ডিংয়ে গাড়ি চালানোর নিয়ম লিখে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ভাবেই শহর জুড়ে চলছে পথ নিরাপত্তা সপ্তাহ। কিন্তু চালক এবং পথচারীদের কাছে কি এই নিরাপত্তার বার্তা পৌঁছচ্ছে? বৃহস্পতিবার সকালের পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ফের এই প্রশ্ন তুলে দিল।

পুলিশ জানায়, এ দিন সকাল সাড়ে সাতটা নাগাদ মানিকতলার কাছে খন্না মোড়ে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় মারা যান আরতি গুহ নামের বছর পঞ্চান্নর এক মহিলা। ট্র্যাফিক পুলিশদের থেকে জানা গিয়েছে, বেহালা থেকে মিল্ক কলোনি এবং আনন্দপুর থেকে নাগেরবাজারগামী দু’টি বাসের রেষারেষি চলছিল। দু’টি বাসই শ্যামবাজারের দিকে যাচ্ছিল। খন্না মোড়ের কাছে একটি বাস আরেকটিকে টপকে এগিয়ে যেতে গিয়েই বিপদ ঘটে। বড়তলা থানার পুলিশ বাস দুটো আটক করেছে। কিন্তু দু’টি বাসের চালক এবং খালাসি ঘটনার পরেই পালিয়ে গিয়েছে।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন, আরতিদেবী হাতিবাগানের দিক থেকে আসছিলেন। তিনি নিয়ম মেনেই রাস্তা পার হচ্ছিলেন। দু’টি বাস বেপরোয়া গতিতে এগিয়ে যায় এবং আরতিদেবীকে পিষে দেয়। গুরুতর আহত অবস্থায় ট্র্যাফিক পুলিশ তাঁকে উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক পরীক্ষার পরে চিকিৎসকেরা জানান আরতিদেবী মারা গিয়েছেন। তাঁর মাথায় গুরুতর চোট ছিল। বুক এবং মেরুদণ্ডেও চোট পেয়েছিলেন। লালবাজারের কর্তাদের একাংশ জানাচ্ছেন, শহর জুড়ে পথ নিরাপত্তা বাড়াতে স্কুল-কলেজের পড়ুয়া থেকে পথচারী— সব স্তরেই সচেতনতা প্রচার চালানো হচ্ছে। কিন্তু তার পরেও পরিস্থিতির পরিবর্তন হচ্ছে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন