Majerhat Bridge Collapse

পুজোর আগেই স্বস্তি, খুলল মাঝেরহাটের বিকল্প রাস্তা

গত ৪ সেপ্টেম্বর ব্রিজ ভেঙে পড়ার পর রেলের সঙ্গে আলোচনা করে লেভেল ক্রসিং তৈরির কাজ শুরু হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৮ ২০:২৫
Share:

ব্রিজ তৈরির কাজ প্রায় শেষ।— নিজস্ব চিত্র।

পুজোর আগেই স্বস্তির খবর। মাঝেরহাট ব্রিজের সমান্তরাল নতুন রাস্তা তৈরির কাজ শেষ। সব ঠিক থাকলে আগামিকাল শুক্রবার সকাল থেকেই খুলে যাচ্ছে এই রাস্তা।

Advertisement

মাঝেরহাট সেতু বিপর্যয়ের পর দক্ষিণ শহরতলি কার্যত বিচ্ছিন্ন দ্বীপের হয়ে উঠেছিল। বিকল্প রাস্তা দিয়ে গাড়ি চলাচল করলেও প্রতি দিনই তীব্র যানজটে নাজেহাল হতে হচ্ছে নিত্য যাত্রীদের। মাঝেরহাট সেতু বিপর্যয়ের পরই মানুষের ভোগান্তির কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত নতুন রাস্তা শেষ করার নির্দেশ দিয়েছিলেন পূর্ত দফতরকে।

নির্দেশ মতোই এক মাসের মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় নিউ আলিপুর থেকে আলিপুরের মধ্যে (আলিপুর অ্যাভেনিউ ও হুমায়ুন কবীর রোড) সংযোগকারী রাস্তার কাজ শেষও হয়ে যায়। ওই রাস্তায় আপাতত ছোট গাড়ি যাতায়াত করবে। খালের ওপর হিউম পাইপ বসিয়ে, তার উপর জোড়া বেইলি ব্রিজ বসানো হয়েছে। দু’দিকেই লেভেল ক্রসিং বসানো। গাড়ি চলাচল করলে শিলায়দহ এবং বজবজের মধ্যে ট্রেন চালাচলও নিয়ন্ত্রিত হবে।

Advertisement

গ্রাফিক: সৌভিক দেবনাথ।

আরও পড়ুন: চামড়ার কারখানায় আগুন, জখম ২ শ্রমিক

আরও পড়ুন: বিধায়কের পুজো ডাকছে কি ভিআইপি দুর্ভোগ

গত ৪ সেপ্টেম্বর ব্রিজ ভেঙে পড়ার পর রেলের সঙ্গে আলোচনা করে লেভেল ক্রসিং তৈরির কাজ শুরু হয়। রেললাইন এবং খালের উপর দিয়ে দু’টি রাস্তা তৈরি করতে চেয়েছিল রাজ্য। কিন্তু রেল একটি রাস্তার অনুমতি দেয়। অল্প দিনের মধ্যেই মাঝেরহাট সেতুর সমান্তরালে কাজ শেষ করল রাজ্য সরকার। বৃহস্পতিবার পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র জানিয়েছেন, “লেভেল ক্রসিং তৈরির কাজ শেষ। গাড়ি চলাচলের অনুমতিও দেওয়া হয়ে গিয়েছে।” পাশাপাশি এক পুলিশ কর্তা বলেন, “এই রাস্তা চালু হয়ে গেলেই বিকল্প রাস্তাগুলিতে ছোট গাড়ির চাপ কমবে। যানজটও কম হবে।”

পূর্ত দফতর সূত্রে খবর, গাড়ি চলাচলের পাশাপাশি পায়ে হেঁটে পারাপারেও একটি পথ খোলা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement