Majherhat Bridge

আজ মাঝেরহাট সেতু উদ্বোধন, যানজট এড়াতে গাড়ির রুট পরিবর্তন

দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিকালে সেতুটির উদ্বোধন করবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০ ১২:২৬
Share:

মাঝেরহাট ব্রিজ। ফাইল ছবি।

দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। প্রায় ২ বছর ৩ মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে মাঝেরহাট সেতু। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিকালে সেতুর উদ্বোধন করবেন। ফলে আজ, অর্থাৎ ৩ ডিসেম্বর থেকেই যান চলাচলের জন্য খুলে যাচ্ছে দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ সংযোগকারী সেতুটি। এই সেতু এবং তারাতলা-আলিপুর সংলগ্ন রাস্তায় যান চলাচলের জন্য নির্দেশিকা দিয়েছে কলকাতা পুলিশ।

Advertisement

মাঝারি এবং ভারি পণ্যবাহী গাড়ি ছাড়া ডায়মন্ড হারবার রোড থেকে সব উত্তরমুখী গাড়ি মাঝেরহাট সেতু দিয়ে যেতে পারবে। মাঝারি এবং ভারী পণ্যবাহী গাড়িগুলিকে তারাতলা ক্রসিং থেকে তারাতলা রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে হাইড রোড-হেস্টিংস ক্রসিং হয়ে দ্বিতীয় হুগলি সেতু পৌঁছে যেতে পারবে গাড়িগুলি। ডায়মন্ড হারবার রোড এবং আলিপুর থেকে দক্ষিণমুখী সব গাড়িই মাঝেরহাট রেলসেতু দিয়ে যেতে পারবে।

অন্যদিকে, আলিপুরের বেইলি ব্রিজ দিয়ে যান চলাচল একমুখী (দক্ষিণ থেকে উত্তর)। নিউ আলিপুরের সাহাপুর রোডে দু’দিকেই গাড়ি চলাচল করতে পারবে। মাঝেরহাট সেতুতে যান চলাচল শুরু হলে ওই এলাকার যানজট অনেকটাই কমবে বলে আশা কলকাতা পুলিশের।

Advertisement

আরও পড়ুন: মাঝেরহাটে স্বাভাবিক ছন্দে ফেরার অপেক্ষার শেষ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন