Kolkata Police

রদবদল ইনস্পেক্টর পদে, বদল পিটিএসেও

প্রসঙ্গত, গত ৯ জুন পিটিএসের ১৩ জন কনস্টেলকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুন ২০২০ ০২:২৩
Share:

প্রতীকী ছবি।

কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর ইনস্পেক্টর পদে বদল ঘটানো হল বৃহস্পতিবার। ইনস্পেক্টর কঙ্কন রায়কে বদলি করা হয়েছে কলকাতা পুলিশের পঞ্চম সশস্ত্র ব্যাটেলিয়নে। তাঁর জায়গায় এসেছেন গোয়েন্দা বিভাগের সৌমেন সাহা। পুলিশ সূত্রের দাবি, এটি রুটিন বদলি।

Advertisement

সূত্রের খবর, গত ১৯ মে কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে গোলমালের সময়ে ডিসি (কমব্যাট)-কে বিক্ষোভকারী কর্মীদের হাত থেকে বাঁচিয়ে নিজের গাড়ি করে ট্রেনিং স্কুলের ভিতরে নিয়ে যান কঙ্কনবাবুই। ওই দিনের গোলমালে তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল না।

পাশাপাশি, এ দিন বদলি করা হয়েছে পিটিএসের আরও ২৫ জন কনস্টেবলকে। তাঁরা কমব্যাট ফোর্স, র‌্যাফ, বিপর্যয় মোকাবিলা এবং প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ, অষ্টম-সহ বেশ কিছু ব্যাটেলিয়নে ছিলেন। তাঁদের সাউথ-ওয়েস্ট, সাউথ-সাবার্বান, পূর্ব ডিভিশন এবং ট্র্যাফিক বিভাগে বদলি করা হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, গত ৯ জুন পিটিএসের ১৩ জন কনস্টেলকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছিল। সেখানে বদলি হয়েছিলেন এসি, কমব্যাট ফোর্সের ইনস্পেক্টর এবং রিজার্ভ অফিসারও। পুলিশের একাংশের দাবি, পিটিএসে বিক্ষোভ দেখানোর জের হিসেবে ‘শাস্তিমূলক’ বদলি ছিল সেটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন