রাস্তা পেরনো রুখতে সাবওয়ে

বিপদের নাম পারাপার। জায়গা হাডকো মোড়, উল্টোডাঙা স্টেশন চত্বর এবং ১৫ নম্বর বাসস্ট্যান্ড।

Advertisement

কাজল গুপ্ত ও শিবাজী দে সরকার

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৭ ০০:১৯
Share:

অনিয়ম: এ ভাবেই নিয়মিত পারাপার চলে। ছবি: নিজস্ব চিত্র

বিপদের নাম পারাপার। জায়গা হাডকো মোড়, উল্টোডাঙা স্টেশন চত্বর এবং ১৫ নম্বর বাসস্ট্যান্ড।

Advertisement

শুধু বিপদের আশঙ্কাই নয়, প্রতি দিন দুর্ঘটনাও ঘটেছে। তাই এখানে সাবওয়ে তৈরির প্রস্তাব দিচ্ছে কলকাতা পুলিশ।

হাডকো মোড় থেকে উল্টোডাঙা স্টেশন চত্বর পর্যন্ত রাস্তা পারাপারের জন্য রয়েছে ফুটব্রিজ। তবু নিয়ম মানছেন না বেশির ভাগ। পথচারীদের পাল্টা অভিযোগ, ফুটব্রিজে ওঠা-নামায় এত সিঁড়ি টপকাতে সময় নষ্ট হয়। মানতে নারাজ পুলিশ। যদিও প্রবীণ নাগরিকদের সাফ কথা, ব্রিজে ওঠা-নামা অসম্ভব।

Advertisement

অনেক সময়ে সিগন্যাল খোলা থাকা সত্ত্বেও রাস্তা পারাপার করেন পথচারীরা। অনেকে আবার, ট্রামলাইনের গার্ডরেলের ফাঁক গলে রাস্তা পেরোন। উল্টোডাঙা স্টেশন রোডের এক দিকের ফুটপাথে বাজার, অন্য দিকে, ফুটপাথ দখল করে দোকান। রাস্তার ধারে যাত্রী তুলতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে একাধিক বাস। ১৫ নম্বর বাসস্ট্যান্ডের মোড়ে পারাপার তাই বিপজ্জনক। সিভিক পুলিশ মোতায়েন করলেও পরিস্থিতি বদলাচ্ছে না বলে অভিযোগ।

মুচিবাজার এলাকার বাসিন্দা প্রবীণ নাগরিক অমর ঘোষ বলেন, ‘‘রাস্তার এ পার থেকে ও পারে যেতে নাকানি-চোবানি খেতে হয়।’’

বাসিন্দাদের অভিযোগ, নির্দিষ্ট বাসস্ট্যান্ড থাকলেও কেউ তা মানে না। রাস্তার দুই লেনের বড় অংশ জুড়ে অটোস্ট্যান্ড। এর ফলে রাস্তার মাঝে গিয়ে বাসে উঠতে হচ্ছে।

কলকাতা পুলিশের এক কর্তা অবশ্য জানান, ‘‘ওই এলাকায় রাস্তা পারাপারের সমস্যার দিকগুলি খতিয়ে দেখা হয়েছে। সাবওয়ে তৈরির প্রস্তাব দেওয়া হবে। উল্টোডাঙা স্টেশন চত্বরে সাবওয়ের দু’টি প্রান্ত থাকবে। সাবওয়ে ধরে এক দিকে লেক টাউনমুখী দুর্গাপুর ব্রিজের কাছে, অন্য দিকে হাডকো মোড়ের কাছে রাস্তায় উঠতে পারবেন পথচারীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন