বাপের বাড়িতে চুরির পরে অভিনেত্রী। মঙ্গলবার। নিজস্ব চিত্র
চুরি গেল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের মায়ের গয়না। মঙ্গলবার শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেন অভিনেত্রীর মা নন্দিনী সেনগুপ্ত। তবে কবে ওই চুরি হয়েছে, তা তাঁরা নিজেরাও বুঝতে পারছেন না বলে মঙ্গলবার অভিনেত্রী জানিয়েছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার ঋতুপর্ণা সিঙ্গাপুর থেকে ফেরার পরেই নন্দিনীদেবী গয়না চুরির খবর জানান। ঋতুপর্ণার কথায়, ‘‘বিশেষ দরকারে মা আলমারির লকার খুলে কিছু একটা বের করতে যান। আর তখনই দেখেন পুরনো অনেক গয়নার বাক্স খোলা। ভিতর থেকে গয়না উধাও।’’
ঋতুপর্ণা জানান, ওই বাড়িতে তঁার যে ভাই থাকেন, তাঁর বিয়েরও কিছু গয়না চুরি গিয়েছে। বিষয়টি কলকাতার পুলিশ কমিশনারকে তিনি ফোন করে জানান। পরে পুলিশে গিয়ে নন্দিনীদেবীর বয়ান নথিভুক্ত করেন। ঋতুপর্ণা জানায়, ১০ বছরের বেশি ধরে তাঁর মায়ের কাছে দু’জন থাকেন। আর দু’জন পরিচারিকা কাজ করে বেরিয়ে যান। বাইরে থেকে খুব একটা লোকজনও আসেন না। ফলে কারা চুরি করলেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
ঋতুপর্ণার দাবি, ‘‘মা অসুস্থ। সুগার এবং নার্ভেরও সমস্যা রয়েছে। ফলে কবে শেষ লকার খুলেছিলেন এবং চাবি অন্য কোথাও রেখেছিলেন কি না তা মা মনেই করতে পারছে না।’’