Sara Ali Khan

হঠাৎ সুশান্তের কথা মনে পড়ছে সারার! প্রয়াত অভিনেতা কী কী শিখিয়েছিলেন অভিনেত্রীকে?

হঠাৎ সুশান্তের কথা মনে পড়ে গেল সারার। এই দিন পূর্ণ হল সারার প্রথম ছবি ‘কেদারনাথ’-এর সাত বছর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ১৯:০২
Share:

কেন সুশান্তকে মনে পড়ছে সারার? ছবি: সংগৃহীত।

প্রথম ছবিতে নায়ক ছিলেন সুশান্ত সিংহ রাজপুত। তাই সারা আলি খানের অভিনয়সফরে বিশেষ জায়গা জুড়ে রয়েছেন প্রয়াত অভিনেতা। সেই কারণেই প্রায়ই সুশান্তকে স্মরণ করেন সারা। রবিবার রাতেও তাই হঠাৎ সুশান্তের কথা মনে পড়ে গেল সারার। এই দিন পূর্ণ হল সারার প্রথম ছবি ‘কেদারনাথ’-এর সাত বছর।

Advertisement

ছবির শুটিং সেট থেকে বেশ কিছু মুহূর্ত ভাগ করে নেন সারা। প্রথম ছবিটিই ছিল সুশান্তের সঙ্গে। ছবিগুলির সঙ্গে সারা লেখেন, “‘কেদারনাথ’-এর সাত বছর। ২০১৭ সাল পর্যন্ত ফিরে গেলে ভালই হত। আমি একটি মুহূর্তও বদলাতে চাই না। শুধু সেই সুন্দর মুহূর্তগুলো নতুন করে উপভোগ করতে চাই। প্রতি দিন সেই মুহূর্তগুলো মনে পড়ে। এই মুহূর্তগুলো আমাকে যা যা শিখিয়েছে ও দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ।”

এই ছবি থেকেই ব্ল্যাক কফি, পাহা়ড়ে ট্রেক করা, চাঁদ নিয়ে চর্চা করা, ছবি তোলা, পাহাড়ি খাবার খাওয়ারর প্রতি আগ্রহ তৈরি হয়েছিল সারার। এই সব বিষয়েই সুশান্ত অনুপ্রেরণা জুগিয়েছিলেন বলে জানান অভিনেত্রী। তাই প্রয়াত অভিনেতার জন্য সারা লেখেন, “সুশান্ত, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সব কিছুর সঙ্গে পরিচয় করানোর জন্য। সব সময়ে কৌতূহলী থাকতে হয়, নতুন কিছু জানার চেষ্টা করতে হয়— এই শিক্ষা আমাকে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।”

Advertisement

এর আগেও ‘কেদারনাথ’ ছবি ও সুশান্তের সঙ্গে কাটানো মুহূর্তের স্মৃতিচারণ করেছেন সারা আলি খান।

উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্তের দেহ। তদন্তে জানা যায়, তিনি আত্মঘাতী হয়েছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement