উদ্‌যাপনের শহরে নিরাপত্তায় আরও কঠোর হচ্ছে পুলিশ

পুজোর দিনগুলিতে কড়া নজরদারি এবং নথি পরীক্ষায় বিশেষ সাফল্য পেয়েছিল পুলিশ। বেপরোয়া যান চলাচল, মোটরবাইক দৌড়-সহ রকমারি ট্র্যাফিক নিয়ম ভাঙার ঘটনা নিয়ন্ত্রণ করা গিয়েছিল। এ বার তাই বড়দিন-সহ বর্ষশেষের রাতগুলিতে বেপরোয়া বাইক ধরায় জোর দিল লালবাজার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৬ ০১:২২
Share:

উৎসবের আলোয় উদ্ভাসিত পার্ক স্ট্রিট। শুক্রবার সন্ধ্যায়। ছবি: দেশকল্যাণ চৌধুরী।

পুজোর দিনগুলিতে কড়া নজরদারি এবং নথি পরীক্ষায় বিশেষ সাফল্য পেয়েছিল পুলিশ। বেপরোয়া যান চলাচল, মোটরবাইক দৌড়-সহ রকমারি ট্র্যাফিক নিয়ম ভাঙার ঘটনা নিয়ন্ত্রণ করা গিয়েছিল। এ বার তাই বড়দিন-সহ বর্ষশেষের রাতগুলিতে বেপরোয়া বাইক ধরায় জোর দিল লালবাজার।

Advertisement

পুলিশ সূত্রের খবর— আজ, শনিবার থেকেই শহরের বিভিন্ন রাস্তায় শুরু হবে বেপরোয়া বাইক-আরোহীদের ধড়পাকড়। কাল, রবিবার এবং বর্ষশেষের রাতেও চলবে সেই অভিযান। শুধু বাইকের দাপট রোখাই নয়, মত্ত গাড়িচালকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে পুলিশ জানিয়েছে।

লালবাজার সূত্রের খবর, ট্র্যাফিক পুলিশের তরফে এ নিয়ে বিভিন্ন ট্র্যাফিক গার্ডকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট-সহ মধ্য কলকাতার বিভিন্ন জনবহুল রাস্তা এবং ই এম বাইপাসে পানশালা ও নাইটক্লাবের এলাকাগুলিতেও চলবে নজরদারি। থাকবে অতিরিক্ত পুলিশ প্রহরাও।

Advertisement

পুলিশ জানায়, গত বছর পুজোয় বেপরোয়া বাইক চালিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান জনা পনেরো আরোহী। এর পরেই নড়ে বসেন লালবাজারের কর্তারা। এ বার পুজোয় হেলমেট-হীন অবস্থায় তুমুল গতিতে বাইক চালানো, ট্র্যাফিক সিগন্যাল ভাঙা আরোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ। লালবাজারের দাবি, ওই কর্মসূচিতে সাফল্য মেলায় এ বার বড়দিন এবং বর্ষশেষেও একই ব্যবস্থা থাকছে।

লালবাজার জানিয়েছে, উৎসবের মরসুমে পার্ক স্ট্রিট এবং আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজা হয়েছে। বড়দিনের রাতে পার্ক স্ট্রিটকে পাঁচটি জোনে ভাগ করে প্রতিটিতে দায়িত্বে থাকবেন এক জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার। নিরাপত্তা দেখভালে থাকছেন তিন জন ডেপুটি কমিশনারও। পুলিশ সূত্রের খবর, কোনও ধরনের অশান্তি এড়াতে শুধু পার্ক স্ট্রিট লাগোয়া এলাকাতেই মোতায়েন করা হবে প্রায় দেড় হাজার পুলিশকর্মী। আজ, ২৪ ডিসেম্বর বিকেল থেকেই ওই বিশেষ ব্যবস্থা চালু হয়ে যাবে। যা বজায় থাকবে বর্ষশেষের সময়েও।

এর পাশাপাশি বিশেষ পুলিশ পাহারা থাকছে শহরের বিভিন্ন গির্জাতেও। যার দায়িত্বে থাকবেন এক জন ডেপুটি কমিশনার। বড়দিন বা বর্ষশেষের রাতে শ্লীলতাহানি বা ইভটিজিং রুখতে ভিড়ের মধ্যে সাদা পোশাকে থাকবে গোয়েন্দা বিভাগের একটি বিশেষ দলও। সেই সঙ্গেই প্রায় ২০টি মোটরবাইকে টহল দেবেন পুলিশকর্মীরা। অতিরিক্ত হিসেবে মধ্য কলকাতার জনবহুল এলাকায় থাকবে ১৩টি ডিভিশনাল মোবাইল পেট্রল-সহ ওয়্যারলেস বাহিনীর ১১টি দল। তা ছাড়া, পার্ক স্ট্রিটে ন’টি জায়গায় ওয়াচ টাওয়ার থেকে নাইট ভিশন দূরবীনে নজরদারি চলবে। পার্ক স্ট্রিট ছাড়াও যে সব এলাকায় পানশালা বা নাইট ক্লাব রয়েছে, ওই সব এলাকায় থাকছে মোটর সাইকেলে পুলিশি টহলদারি, পুলিশ সহায়তা কেন্দ্র, ওয়াচ টাওয়ারে নজরদারির ব্যবস্থা।

লালবাজার সূত্রে খবর, বড়দিনের অনুষ্ঠান উপলক্ষে আজ, ২৪ ডিসেম্বর বিকেল থেকে রাত পর্যন্ত জওহরলাল নেহরু রোড থেকে উড স্ট্রিট পর্যন্ত যানচলাচল বন্ধ থাকছে। পার্ক স্ট্রিট সংলগ্ন সব রাস্তায় গাড়ি নিয়ে ঢোকা-বেরোনো যাবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন