Kolkata News

রেড রোডে বিসর্জনের কার্নিভাল

রেড রোডে বিসর্জনের গ্র্যান্ড কার্নিভাল। ৬৮টি পুজো কমিটি নিরঞ্জনের আগে প্রতিমা নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। কার্নিভালে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রাজিলের কার্নিভালের মতো কলকাতায় বিসর্জনের কার্নিভাল দু’বছরে পা দিল। মেগা কার্নিভাল দেখতে রেড রোডে সামিল হয়েছিলেন হাজার হাজার মানুষ। দেশ-বিদেশের সম্মানীয় অতিথিরাও ছিলেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৭ ২০:৪৬
Share:
০১ ১০

রেড রোডে বিসর্জনের মেগা কার্নিভাল।

০২ ১০

বিসর্জনের আগে প্রতিমা নিয়ে এই কার্নিভাল এ বার পা দিল দু’বছরে।

Advertisement
০৩ ১০

গত বছরের প্রায় দ্বিগুণ, ৬৮টি পুজো কমিটি অংশ নেয় এই বিশেষ শোভাযাত্রায়।

০৪ ১০

রেড রোডে প্রতিটি পুজো কমিটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। নিজস্ব পুজোর থিমগুলি তুলে ধরে।

০৫ ১০

কলকাতার ৬৮টি পুজো কমিটির সঙ্গে জড়িত সদস্যরা শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নেন।

০৬ ১০

এখান থেকেই পুজো কমিটিগুলি স্ট্র্যান্ড রোড ধরে বির্সজন দিতে চলে যায় গঙ্গার বিভিন্ন ঘাটে।

০৭ ১০

কার্নিভাল দেখতে রেড রোডে সামিল হয়েছিলেন হাজার হাজার দর্শক।

০৮ ১০

কার্নিভালের মূল মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দেশ-বিদেশের সম্মানীয় অতিথিরাও। কার্নিভাল দেখতে হাজির হয়েছিলেন টলিউডের সেলিব্রিটিরাও।

০৯ ১০

রেড রোডের কার্নিভালে গোটা রাস্তা সাজানো হয়েছিল আলোর মালায়।

১০ ১০

অনুষ্ঠানস্থলে নিরাপত্তা ব্যবস্থা ছিল আঁটোসাঁটো। কড়া পুলিশ পাহাড়া ছিল রেড রোডের কার্নিভালে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement