দু’হাজারি জালিয়াতি

বাজারে আসা দু’হাজারের নোট এখনও অপেক্ষাকৃত নতুন হওয়ায় খালি চোখে তার খুঁটিনাটি ধরা মুশকিল। সেই সুযোগকেই কাজে লাগিয়ে ফের জালিয়াতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৭ ০১:১৫
Share:

নকল: উদ্ধার হওয়া সেই নোটের বান্ডিল। নিজস্ব চিত্র

বাজারে আসা দু’হাজারের নোট এখনও অপেক্ষাকৃত নতুন হওয়ায় খালি চোখে তার খুঁটিনাটি ধরা মুশকিল। সেই সুযোগকেই কাজে লাগিয়ে ফের জালিয়াতি। মালদহের পরে কলকাতায়। আর সেই টাকার অঙ্কে চোখ কপালে উঠেছে তদন্তকারীদের। ৫৬ লক্ষ ৭৪ হাজার টাকা! পুলিশ জানায়, এই ঘটনায় বৃহস্পতিবার পাঁচ যুবককে গ্রেফতার করা হয়েছে ওয়াটগঞ্জের কবিতীর্থ সরণি থেকে। বাজেয়াপ্ত হয়েছে দু’টি মোটরবাইক এবং একটি স্কুটার।

Advertisement

পুলিশ সূত্রের খবর, ধৃতদের নাম মানোয়ার মোল্লা ওরফে উজ্জ্বল, শেখ একলাস আহমেদ, শেখ আবুল কালাম আজাদ ওরফে সুরজ সৈয়দ এবং বলাই মণ্ডল ওরফে জয়। প্রথম চার জনের বাড়ি হাওড়ায়। জয় বাঁকুড়ার বাসিন্দা। ধৃতদের বয়স ২৩ থেকে ৩৫ এর মধ্যে। এ দিন সকাল ১১টা নাগাদ ওয়াটগঞ্জের একটি দোকানে মোবাইল কিনতে যায় ওই পাঁচ জন। একাধিক মোবাইল কিনে দাম দেওয়ার সময়ে দোকানির টাকাগুলি দেখে সন্দেহ হয়। ওই যুবকদের সঙ্গে কিছুক্ষণ তাঁর বচসাও চলে এ নিয়ে। এর পরেই পুলিশে খবর দেন দোকানদার।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পাঁচ জনের থেকেই কয়েক লক্ষ টাকা করে উদ্ধার করে। প্রতিটিই জাল দু’হাজার টাকার নোট। সবগুলির নম্বরও এক। ওই যুবকদের পিছনে বড় কোনও বড় চক্রের হাত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নোটগুলি কোথায় তৈরি হতো, কোথা থেকেই বা আসত— তা নিয়ে এখনও অন্ধকারে তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ শুক্রবার অভিযুক্তদের আদালতে তোলা হবে।

Advertisement

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বছর ঊনত্রিশের মানোয়ারই এই জাল নোট কাণ্ডের মূল চক্রী। তবে তার মাথার উপরে আরও বড় অপরাধী থাকার কথা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারী অফিসারেরা। পুলিশের দাবি, জেরায় মানোয়ার জানিয়েছে, সে এর আগে ভুবনেশ্বর, রাঁচি, মুম্বইয়েও ঘোরাফেরা করেছে কিছু দিন। ওই
সব জায়গায় সে কত জাল নোট ছড়িয়েছে, তা এখনও জানতে পারেনি পুলিশ। তবে ইতিমধ্যেই মুম্বইয়ের একটি চক্রের সঙ্গে তার যোগসূত্র পাওয়া গিয়েছে।

এ ব্যাপারে বিশদ জানতে মুম্বই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর। ওই পাঁচ জন এ দিন যে মোবাইলগুলি কিনতে এসেছিল, সেগুলি কোনও বড় অপরাধে কাজে লাগানোর জন্য হতে পারে বলেও অনুমান তদন্তকারীদের। পুলিশ জানিয়েছে, শহরে নকল দু’হাজারের নোট এই প্রথম উদ্ধার হল। আর এত পরিমাণে নকল নোটও বেশ বিরল ঘটনা। নোটগুলির উৎপত্তি খতিয়ে তদন্ত শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন