Senco Gold and Diamonds

পুজোর সাজে নতুনত্বের ছোঁয়া! বাজারে এল সেনকোর ‘গসিপ’, ভাবনাতেও অভিনবত্ব

গত ৮ অগস্ট দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্ক দুর্গোৎসব কমিটির পূর্বাচল ক্লাবে শুরু হয় সেনকোর ‘ক্যারাভান পুজো পপ আপ’। চলে ১০ অগস্ট পর্যন্ত। তিন দিন ব্যাপী সেনকোর এই আয়োজন সেজে উঠেছিল নতুন নতুন সম্ভারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৫ ২১:২৬
Share:

‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস’ বাজারে নিয়ে এল তাদের নতুন সম্ভার ‘গসিপ’। —নিজস্ব চিত্র।

দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। উৎসবের মরসুম শুরুর আগে ‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস’ বাজারে নিয়ে এল তাদের নতুন সম্ভার। নতুন কালেকশনের নাম ‘গসিপ’। সেই সব কালেকশন নিয়ে সম্প্রতি ‘ক্যারাভান পুজো পপ আপ’-এর আয়োজন করেছিল এই গয়না প্রস্তুতকারক সংস্থা।

Advertisement

গত ৮ অগস্ট দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্ক দুর্গোৎসব কমিটির পূর্বাচল ক্লাবে শুরু হয় সেনকোর ‘ক্যারাভান পুজো পপ আপ’। চলে ১০ অগস্ট পর্যন্ত। তিন দিন ব্যাপী সেনকোর এই আয়োজন সেজে উঠেছিল নতুন নতুন সম্ভারে। এ বার পুজোয় কী কী কালেকশন থাকছে, তা দিয়েই ক্যারাভান সাজিয়েছিল সেনকো।

পুজো মানে শুধু পোশাক নয়, নানা ধরনের গয়নাও পছন্দের তালিকায় থাকে। বিশেষত মেয়েদের। নতুন প্রজন্মের পছন্দ কিছুটা অন্য রকম বলেই দাবি সেনকোর। সেই কথা মাথায় রেখে পুজোর সম্ভার তৈরি করেছে তারা। গয়নার নকশার উপরও অনেক কাজ করা হয়েছে বলে জানিয়েছে সেনকো। ছকভাঙা ডিজাইনে ওই সব গয়না তৈরি করা হয়েছে। শুধু তা-ই নয়, গয়নার নকশা ঠিক করার সময় মাথায় রাখা হয়েছে পোশাকের উপরও! সেনকোর তরফে জানানো হয়েছে, শাড়ি হোক বা পশ্চিমি পোশাক— সব পছন্দের কথা মাথায় রেখে, বিভিন্ন লুকের সঙ্গে মানানসই হবে এই ‘গসিপ’ কালেকশন।

Advertisement

নতুন কালেকশন নিয়ে সেনকোর ‘ক্যারাভান পুজো পপ আপ’। —নিজস্ব চিত্র।

সেনকো আরও জানিয়েছে, অক্সিডাইজের চোকার হোক বা কুন্দন, কিংবা টেম্পল স্টাইলের কাফ থেকে শুরু করে রুপোর গয়না— ‘গসিপ’ কালেকশনে মিলবে সব কিছু। এই গয়না সংস্থার জানিয়েছে, নতুন কালেকশনের থিম ‘কিল ইওর ইনার ডেমন’! অর্থাৎ, মনের মধ্যে থাকা ভয় বা ওই জাতীয় বিভিন্ন নেতিবাচক ধারণা ভেঙে বেরিয়ে আসার ভাবনা থেকেই সেনকো তাদের নতুন সম্ভার বাজারে এনেছে। বিশেষত, মহিলাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তোলাই মূল লক্ষ্য!

‘গসিপ’ কালেকশন নিয়ে ‘ফ্যাশন শো’। —নিজস্ব চিত্র।

শুধু নতুন সম্ভারের প্রদর্শন নয়, ‘ক্যারাভান পুজো পপ আপ’-এ ছিল নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও। আয়োজন করা হয়েছিল একটি ‘ফ্যাশন শো’-এরও। সেনকোর নতুন সম্ভার কী ভাবে মহিলাদের আরও সুন্দর করে তুলবে, তার ঝলকই ফুটে উঠেছে ওই ‘ফ্যাশন শো’-এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement