পরিচারক ধৃত

বাড়িতে কেউ না থাকার সুযোগে চুরি গিয়েছিল কয়েক ভরি গয়না, লক্ষাধিক টাকা। গত রবিবার, ট্যাংরার এক আবাসনে। তদন্তে নেমে মঙ্গলবার বিহারের জসিডি থেকে ওই ফ্ল্যাটের পরিচারককে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে ৬০০ গ্রাম সোনা ও প্রায় ২ লক্ষ টাকা।

Advertisement
শেষ আপডেট: ০২ জুন ২০১৬ ০০:১৪
Share:

বাড়িতে কেউ না থাকার সুযোগে চুরি গিয়েছিল কয়েক ভরি গয়না, লক্ষাধিক টাকা। গত রবিবার, ট্যাংরার এক আবাসনে। তদন্তে নেমে মঙ্গলবার বিহারের জসিডি থেকে ওই ফ্ল্যাটের পরিচারককে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে ৬০০ গ্রাম সোনা ও প্রায় ২ লক্ষ টাকা। পুলিশ জানায়, ওই দিন পরিচারক পাপ্পুর হাতে বাড়ির ভার দিয়ে কাজে বেরোন মালকিন রাজকুমারী হরলালকা। ফিরে দেখেন, টাকা-গয়না উধাও। খোঁজ নেই পাপ্পুরও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement