মধ্যরাতের বোমাবাজি, গোলাগুলিতে ত্রস্ত বন্ডেল রোড

খাস কলকাতার বুকে বোমা-গুলির যুদ্ধ চলল প্রকাশ্য রাস্তায়। রবিবার মধ্যরাতে দু’দল সমাজবিরোধীদের এলাকা দখলের লড়াইয়ে ত্রস্ত হয়ে উঠল গড়িয়াহাট থানা এলাকার বন্ডেল রোডে। এই ঘটনায় পাঁচ জন গ্রেফতার হয়েছে। কিছু বোমা এবং খালি কার্তুজ উদ্ধার হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৫ ১২:৩৩
Share:

খাস কলকাতার বুকে বোমা-গুলির যুদ্ধ চলল প্রকাশ্য রাস্তায়। রবিবার মধ্যরাতে দু’দল সমাজবিরোধীদের এলাকা দখলের লড়াইয়ে ত্রস্ত হয়ে উঠল গড়িয়াহাট থানা এলাকার বন্ডেল রোডে। এই ঘটনায় পাঁচ জন গ্রেফতার হয়েছে। কিছু বোমা এবং খালি কার্তুজ উদ্ধার হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, হলিউড অ্যাকশন মুভির এক ঝলক দেখা যায় বন্ডেল রোডে। রবিবার রাত ১২টা নাগাদ মোটরবাইকে চেপে দলবল নিয়ে বন্ডেল রোড মোড়ে আসে সোনা পাপ্পু নামে এক দুষ্কৃতী। কসবার বামনপাড়ার বাসিন্দা ববি সিংহ নামে অন্য এক দুষ্কৃতীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে সোনা পাপ্পু এবং তার দলবল। ববিরা প্রতিবাদ করলে পাপ্পুরা বোমা ছোড়ে বলে অভিযোগ। এলোপাথাড়ি গুলিও চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। কিন্তু পুলিশকে অগ্রাহ্য করে তাদের সামনেই চলতে থাকে গুলি, বোমাবাজি। বন্ডেল সেতুর উপর থেকে বোমাবাজি চালিয়ে যেতে থাকে দুষ্কৃতীরা। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। রাতের মধ্যেই কড়েয়া, কসবা এবং তিলজলা এলাকায় তল্লাশি চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করা হয়। তবে মূল অভিযুক্ত-সহ এক জন এখনও পলাতক। গুলি লেগেছে ববির হাতে। প্রাথমিক চিকিত্সার জন্য তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তদন্তে নেমে সুরজ শাহ, মুরগি ভোলা, শেখ আনওয়ার আলি, শঙ্কর পোদ্দার এবং প্রেমচাঁদ বর্মা নামে পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন