BJP

বিজেপি নেতার বাড়ির সামনে গুলি, অভিযোগ

রাজীব নিজের মোবাইল নম্বরও ওই যুবকদের দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২১ ০২:২০
Share:

প্রতীকী ছবি।

গুলি চালানোর অভিযোগ উঠল এক বিজেপি নেতার বাড়ির সামনে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বরাহনগরে। বিজেপি-র ওই নেতা পুলিশে অভিযোগ দায়ের করেছেন।

Advertisement

পুলিশ সূত্রের খবর, ১০ নম্বর ওয়ার্ডের কেদারনাথ ভট্টাচার্য লেনের বাসিন্দা রাজীব মিশ্রের অভিযোগ, ওই দিন রাত ১১টা নাগাদ তিন দুষ্কৃতী তাঁর বাড়ির নীচে এসে কথা বলার জন্য তাঁকে বাইরে ডাকে। কিন্তু তিনি নীচে নামতে রাজি হননি। প্রয়োজন থাকলে ফোনে কথা বলতে বলেন। রাজীব নিজের মোবাইল নম্বরও ওই যুবকদের দেন। এর পরে ওই যুবকেরা মোবাইলে ফোন করে ফের তাঁকে নীচে নামতে বলে। রাজীব রাজি না হওয়ায় তারা চলে যায়।

এর কিছু ক্ষণ পরেই স্থানীয় মণ্ডলের সাধারণ সম্পাদক অতনু মুখোপাধ্যায় রাজীবের বাড়িতে পুরীর প্রসাদ দিতে আসেন। অভিযোগ, তিনি যখন নীচে দাঁড়িয়ে ছিলেন, তখনই দূর থেকে দুষ্কৃতীরা দু’-তিন রাউন্ড গুলি চালায়। কোনও মতে পালিয়ে যান অতনু। খবর পেয়ে যায় বরাহনগর থানার পুলিশ।

Advertisement

বিজেপি-র কলকাতা উত্তর শহরতলির জেলা সভাপতি কিশোর কর বলেন, ‘‘তৃণমূল ষড়যন্ত্র করে আমাদের নেতা-কর্মীদের উপরে হামলা চালাচ্ছে।’’ যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের জেলা চেয়ারম্যান নির্মল ঘোষ বলেন, ‘‘বিজেপি নিজেদের ঝগড়ায় আমাদের জড়িয়ে ফায়দা লোটার চেষ্টা করছে।’’ পুলিশের দাবি, ঘটনাস্থলে গুলি চালানোর কোনও চিহ্ন মেলেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন