স্কাইওয়াকের সময়সীমা

দক্ষিণেশ্বরের ‘স্কাইওয়াক’ তৈরির কাজ আগামী বছরের জুলাইয়ের মধ্যে শেষ করার সময়সীমা বেঁধে দিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০১৬ ০০:০৫
Share:

দক্ষিণেশ্বরের ‘স্কাইওয়াক’ তৈরির কাজ আগামী বছরের জুলাইয়ের মধ্যে শেষ করার সময়সীমা বেঁধে দিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কামারহাটি পুরসভার চেয়ারম্যান, সিইএসসি, ব্যারাকপুরের পুলিশ কমিশনার এবং কেএমডিএ আধিকারিকদের নিয়ে মঙ্গলবার বিধানসভায় নিজের ঘরে বৈঠক করেন পুরমন্ত্রী। স্কাইওয়াক তৈরির উপকরণে কোনওরকম ত্রুটি যাতে না থাকে, সে দিকে নজর রাখতেও নির্দেশ দিয়েছেন তিনি। তবে এখনও স্কাইওয়াকের ধারে কিছু দোকান জবরদখল করে রয়েছে। তাদের সরাতে নির্দেশ দেওয়া হয়েছে। পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রের খবর, ইতিমধ্যে বেশ কিছু লাইসেন্সপ্রাপ্ত দোকান সরিয়ে দেওয়া হয়েছে। এখন যে ঝুপড়িগুলি রয়েছে, তাদেরও পুনর্বাসন দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement