বছরখানেক আগে বৃদ্ধা মায়ের অস্বাভাবিক মৃত্যু হয়। সোমবার আলিপুরে নবম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক স্মরজিৎ মজুমদার সেই ঘটনায় বৃদ্ধার একমাত্র ছেলেকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিলেন। ১০ হাজার টাকা জরিমানাও করা হয় তার। মাকে খুনের অপরাধেই এই শাস্তি। তদন্তকারী অফিসার বিনোদ কুমার জানান, ২০১৪ সালের মে মাসে বেলারানি দে (৭০) নামে ওই বৃদ্ধাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল তাঁর ছেলে শিবশঙ্কর। তাতেই বৃদ্ধা মারা যান।