সম্পত্তি লিখে দেওয়ার জন্য বৃদ্ধ বাবাকে চাপ দিচ্ছিলেন ছেলেরা। ৮৬ বছরের বৃদ্ধ বাবা ছেলেদের বলেছিলেন, তাঁর মৃত্যুর পরে সবই তো তাঁদের। কিন্তু তাতে সন্তুষ্ট হননি তাঁরা। অভিযোগ, এলাকার কিছু দুষ্কৃতীকে ডেকে বাবাকে বেধড়ক মারধর করে ঘর থেকে বার করে দেন ছেলেরা। পুলিশ জানিয়েছে, এই ঘটনার পর থেকে দৌলত মণ্ডল নামে ওই বৃদ্ধ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।
শনিবার এই ঘটনার তদন্ত শুরু করেছে শাসন থানা। পুলিশ জানায়, এ দিনের ঘটনার পরে ছেলেরাও ওই বৃদ্ধের নামে পাল্টা অভিযোগ দায়ের করেছেন। ছেলেদের দাবি, অসুস্থ মাকে দেখেন না বাবা। তবে স্বামীর বিরুদ্ধে ছেলেদের অভিযোগের প্রেক্ষিতে এ দিন কোনও কথা বলতে চাননি ওই বৃদ্ধের স্ত্রী ময়ূরজান বিবি। দু’পক্ষের অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শাসন থানার শহরার বাসিন্দা দৌলত পেশায় এলাকার রেশন ডিলার। সম্পন্ন ওই বৃদ্ধের বিঘে চারেক কৃষি জমি ছাড়া আরও সম্পত্তি রয়েছে। অভিযোগ, এর আগেও ২২ নভেম্বর এক বার সম্পত্তি লিখে দেওয়ার দাবিতে ছেলেরা দৌলতকে মারধর করেন। ঘটনাটি নিয়ে এলাকায় সালিশিসভাও বসে। সেখানে ছেলেদের দাবি ছিল, সভায় বসেই সমস্ত সম্পত্তি লিখে দিতে হবে তাঁদের। কিন্তু নিজের দাবিতে অনড় দৌলত জানিয়ে দেন, তিনি মারা যাওয়ার পরে সব সম্পত্তি ছেলেদেরই থাকবে। সুতরাং আগে লিখে দেওয়ার কোনও কারণ নেই।
অভিযোগ, এর পরেই এ দিন এলাকার কিছু সমাজবিরোধী ওই বাড়িতে চড়াও হয়। ছেলেদের সম্পত্তি লিখে দিতে হবে বলে হুমকি দিয়ে মারধর করতে থাকে দৌলতকে। মারের চোটে জামাকাপড় ছিঁড়ে যায় বৃদ্ধের। চিৎকার শুনে প্রতিবেশীরাই ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।