Kolkata traffic

যান শাসনে এ বার মেয়েরা, বদলাচ্ছে কলকাতা

কলকাতা পুলিশের এক শীর্ষ কর্তার দাবি, সময়ের সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশকে আরও আধুনিক এবং স্মার্ট করে তোলার লক্ষ্যেই এই নতুন মহিলা ব্যাটালিয়নকে আরও আধুনিক এবং সময়োপযোগী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মে ২০১৮ ১৯:৫৯
Share:

চলছে প্রশিক্ষণ। এই প্রথম মহিলাদেরও কলকাতা শহরে যান শাসনের দায়িত্ব দেওয়া হবে।—নিজস্ব চিত্র।

সিগন্যাল ভেঙে এগিয়ে যাওয়া গাড়ির পিছনে বাইক নিয়ে ধাওয়া করছেন পুলিশের পোশাক পরা এক মহিলা। দেখে ঘাবড়ানোর কিছু নেই। ক’দিন পরেই এই দৃশ্য দেখতে অভ্যস্ত হয়ে যাবে শহর।

Advertisement

কারণ, কলকাতা পুলিশের ইতিহাসে এই প্রথম মহিলাদেরও যান শাসনের দায়িত্ব দেওয়া হবে। রাজ্য পুলিশের ট্রাফিক বিভাগে ইতিমধ্যেই মহিলা পুলিশকর্মী থাকলেও, কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ এত দিন পুরোটাই পুরুষ নির্ভর ছিল।

সম্প্রতি কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগেও মহিলা কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। কিছু দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশে আরও বেশি মহিলা কর্মী নিয়োগের নির্দেশ দেন। তার পরেই মহিলা পুলিশের একটি নতুন ব্যাটালিয়ন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

যান শাসনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মহিলা পুলিশকর্মীদের, দেখুন ভিডিয়ো:

আরও পড়ুন
লাঠি ভুলে স্মার্টফোনে ভরসার তালিম প্রবীণদের

কলকাতা পুলিশের এক শীর্ষ কর্তার দাবি, সময়ের সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশকে আরও আধুনিক এবং স্মার্ট করে তোলার লক্ষ্যেই এই নতুন মহিলা ব্যাটালিয়নকে আরও আধুনিক এবং সময়োপযোগী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কনস্টেবল পদমর্যাদার এই পুলিশ কর্মীদের এক দিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তেমনই বাইক-স্কুটার চালানো বা খালি হাতে শত্রুর মোকাবিলা করার যে কসরত, তা-ও শেখানো হচ্ছে।

আরও পড়ুন
শিয়ালদহের যানজট এড়াতে র‌্যাম্পের প্রস্তাব

এই মুহূর্তে কলকাতার পুলিশ ট্রেনিং স্কুলে এই প্রশিক্ষণ শুরু হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার নিজেও প্রশিক্ষণের তদারকি করেন। এক পুলিশ কর্তা জানিয়েছেন, এই ব্যাটালিয়নের একটি বড় অংশই প্রশিক্ষণের শেষে কলকাতার বিভিন্ন ডিভিশনাল ডেপুটি কমিশনারের অধীনে কাজ করবেন। আর একটি অংশ যোগ দেবেন ট্রাফিক বিভাগে। যান শাসনের জন্য কত জন ট্রাফিকে যোগ দেবেন, সেই সংখ্যা এখনও নির্দিষ্ট হয়নি। সুমিত কুমার, ডেপুটি কমিশনার (ট্রাফিক) জানিয়েছেন, “এঁদের মধ্যে যাঁরা ট্রাফিকে যোগ দেবেন, তাঁদের আলাদা করে ট্রাফিকের প্রশিক্ষণ দেওয়া হবে। তার পর তাঁদের রাস্তায় পুরোদমে যান শাসনের কাজে ব্যবহার করা হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement