Kolkata News

বাইক দুর্ঘটনায় গুরুতর আহত সৌমিত্রর নাতি রণদীপ

বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতি রণদীপ বসু। এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় মল্লিকবাজারে ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে ভর্তি রয়েছেন তিনি। খুব তাড়াতাড়ি তাঁর মাথার অস্ত্রোপচার হবে বলে জানা গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৭ ১৩:১৬
Share:

বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতি রণদীপ বসু। এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় মল্লিকবাজারে ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে ভর্তি রয়েছেন তিনি। খুব তাড়াতাড়ি তাঁর মাথার অস্ত্রোপচার হবে বলে জানা গিয়েছে।

Advertisement

আরও পড়ুন, পুলিশকর্তাকে আসামি: স্যার দেড় লাখ টাকা আপনাকেই তো দিলাম

পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার রাত আড়াইটে নাগাদ নিউ আলিপুর স্টেশন রোডে বেপরোয়া ভাবে বাইক চালাতে গিয়ে একটি দেওয়ালে ধাক্কা মারেন রণদীপ। পিছনে বসে ছিলেন তাঁর এক বন্ধু। দুর্ঘটনার পর রণদীপের মাথায় গুরুতর আঘাত লাগে। তাঁর ওই বন্ধুরও আঘাত গুরুতর বলে জানিয়েছেন চিকিত্সকেরা। তবে তিনি রণদীপের তুলনায় ভাল আছেন। রাতেই দু’জনকে উদ্ধার করে নিউ আলিপুরের একটি হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পরে ভর্তি করা হয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে।

Advertisement

আজ সকাল থেকেই ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়-সহ রণদীপের গোটা পরিবার। সূত্রের খবর, এখনও তাঁর অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনাগ্রস্ত সেই বাইক।— নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement