South Dum Dum Municipality

দক্ষিণ দমদমের বাজেটে জরুরি পরিষেবায় জোর

বাজেটে স্বাস্থ্য, জল সরবরাহ, আলো, রাস্তার মতো জরুরি পরিষেবার গতি বাড়াতে জোর দেওয়া হয়েছে। এলাকার উন্নয়নে জরুরি পরিষেবায় জোর দেওয়ার থেকেও তা বাস্তবে করে দেখানো প্রয়োজন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ০৬:৩৫
Share:

জরুরি পরিষেবায় জোর দিল দক্ষিণ দমদম পুরসভা। ফাইল ছবি।

এখনই জরুরি নয়, এমন ধরনের খরচখরচা কমিয়ে জরুরি পরিষেবায় জোর দিল দক্ষিণ দমদম পুরসভা। শুক্রবার ২০২৩-’২৪ অর্থবর্ষের বাজেট পেশ হল। এক কোটি টাকারও বেশি উদ্বৃত্ত বাজেট পেশ করা হয়েছে।

বাজেটে স্বাস্থ্য, জল সরবরাহ, আলো, রাস্তার মতো জরুরি পরিষেবার গতি বাড়াতে জোর দেওয়া হয়েছে। তবে বাসিন্দাদের মতে, এলাকার উন্নয়নে জরুরি পরিষেবায় জোর দেওয়ার থেকেও তা বাস্তবে করে দেখানো প্রয়োজন। পুরসভার চেয়ারম্যান পারিষদ (আলো) পার্থ বর্মা জানান, অন্য পরিষেবার খরচ কমিয়ে জরুরি পরিষেবায় বরাদ্দ বাড়ানো হয়েছে।

পাশাপাশি, সম্পত্তিকর, মিউটেশন, বাণিজ্যিক কর-সহ বিভিন্ন খাত থেকে পুরসভার আয় বৃদ্ধির প্রস্তাব পেশ করেন চেয়ারপার্সন কস্তুরী চৌধুরী। স্বাস্থ্য পরিষেবায় পুর হাসপাতালগুলির পাশাপাশি মাতৃসদনের আধুনিকীকরণের প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া বর্জ্য সংগ্রহ-পৃথকীকরণ, আলো, রাস্তা ও জল সরবরাহে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ভেক্টর কন্ট্রোল টিম এবং ক্যাজ়ুয়াল কর্মীদের সাম্মানিক বৃদ্ধির প্রস্তাবও রয়েছে বাজেটে।

যদিও পুরসভার একটি সূত্র জানাচ্ছে, উদ্বৃত্ত বাজেট পেশ হলেও অনেক কাজের টাকা এখনও বকেয়া রয়েছে। চেয়ারম্যান পারিষদ (স্বাস্থ্য) সঞ্জয় দাস জানান, পুরসভা বকেয়া মেটাতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। ১৫ নম্বর ওয়ার্ডের নির্দল পুর প্রতিনিধি দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানান, বর্তমান অর্থবর্ষে বকেয়া কতটা, তা মেটাতে কী ধরনের ভাবনাচিন্তা রয়েছে, বাজেটে সে সবের প্রতিফলন থাকলে আরও ভাল হত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন