Manoj Verma

পথ দুর্ঘটনায় মৃত্যুর হার কমানোয় নজর নগরপালের

দেশের বড় বড় শহরের তুলনায় কলকাতা পুলিশের এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যুর হার অন্তত ১৫ শতাংশ কমানোর কথা বললেন নগরপাল মনোজ বর্মা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ০৮:৫২
Share:

মনোজ বর্মা। — ফাইল চিত্র।

সুপ্রিম কোর্টের বিশেষ কমিটি পথ দুর্ঘটনায় মৃত্যুর হার নজরে রাখে। কমিটির লক্ষ্য থাকে যাতে প্রতি বছর দুর্ঘটনায় মৃত্যুর হার অন্তত ৫ শতাংশ কমানো যায়।এই প্রসঙ্গ টেনে সারা দেশের বড় বড় শহরের তুলনায় কলকাতা পুলিশের এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যুর হার অন্তত ১৫ শতাংশ কমানোর কথা বললেন নগরপাল মনোজ বর্মা। বুধবার ভাঙড় ডিভিশনের মাধবপুর থানার উদ্বোধনে গিয়ে এ কথা বলেন তিনি। এ দিন নগরপাল ছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম নগরপাল (সদর) মিরাজ খালিদ, অতিরিক্ত নগরপাল (৩) শুভঙ্কর সিংহাসরকার, ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা, ডিসি ভাঙড় সৈকত ঘোষ-সহ অন্যান্য পুলিশ কর্তারা। মাধবপুর থানারনতুন ওসি হলেন জোড়াসাঁকো থানার অতিরিক্ত ওসি সৌরভ দত্তএবং অতিরিক্ত ওসি হলেন কাজল ঘোষ।

এ দিন ওই থানার উদ্বোধন করে নগরপাল বলেন, কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের আইনশৃঙ্খলা আগের তুলনায় অনেকটা উন্নত হয়েছে। আগামী দিনে তা আরও উন্নত হওয়ার আশা প্রকাশ করেন। বিধানসভা ভোটের আগে তিনি বিজয়গঞ্জ বাজার থানা চালু হওয়ার কথাও বলেন।

নগরপাল এ দিন জানান, ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্প ছাড়াও বিভিন্ন ভাবে দুর্ঘটনা কমানোর চেষ্টা করা হয়। ভাঙড় ডিভিশনেরবাসন্তী হাইওয়ে, কলকাতা পুলিশের ই এম বাইপাস, ডায়মন্ড হারবার রোড, এম জি রোড-সহ বেশ কিছু জায়গা দুর্ঘটনা প্রবণ। সেই জায়গাগুলি চিহ্নিত করার পরে দুর্ঘটনা অনেকটা কমানো গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন