পুনর্বাসন দেবে পুরসভা

নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর কাজের জন্য পুনর্বাসনের জমি নির্দিষ্ট করে ফেলেছে রাজ্য সরকার। পরিবহণ দফতরের আর্থিক সহায়তায় সেখানে পুনর্বাসনের কাজ করবে কামারহাটি পুরসভা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০১৭ ০১:১৯
Share:

নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর কাজের জন্য পুনর্বাসনের জমি নির্দিষ্ট করে ফেলেছে রাজ্য সরকার। পরিবহণ দফতরের আর্থিক সহায়তায় সেখানে পুনর্বাসনের কাজ করবে কামারহাটি পুরসভা। আগামী সোমবার কামারহাটি পুরসভার কর্তাদের নিয়ে দক্ষিণেশ্বরে কেএমডিএ-র সেই ১২৫ একর জমি পরিদর্শন করবেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী এব‌ং উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

Advertisement

বৃহস্পতিবার শুভেন্দুবাবু বলেন, ‘‘মেট্রো প্রকল্পের কাজ যাতে তাড়াতাড়ি শেষ হয়, সে জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশেই বিভিন্ন পুরসভা ও কেএমডিএ-কে সহযোগিতা করছে পরিবহণ দফতর। অন্য জায়গার মতো কামারহাটিতেও যাতে কাউকে উচ্ছেদ না করেই উন্নয়ন করা যায়, সেই ব্যবস্থা হয়েছে।’’ মন্ত্রী আরও জানিয়েছেন, জোকায় মেট্রোর কাজের জন্য বাড়তি জমির দামও পরিবহণ দফতর দিয়েছিল। আবার দক্ষিণ দমদম পুর এলাকাতেও পুনর্বাসনের জন্য সহায়তা করা হয়েছে।

কামারহাটি পুরসভা সূত্রে জানা গিয়েছে, রাজীব নগরের ২০২টি পরিবারকে ওই জমিতে পুনর্বাসন দেওয়া হবে। পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা এ দিন বলেন, ‘‘প্রতিটি মানুষকে পুনর্বাসন দেওয়ার জন্য রাজ্য সরকার মানবিক সিদ্ধান্ত নিয়েছেন। আশা করছি, এর পরে আর সমস্যা থাকবে না।’’
তিনি জানান, পুনর্বাসনের কাজে খরচ হবে প্রায় ৮ কোটি টাকা। জমির উন্নয়ন করে তার পরে তৈরি হবে পাকা ঘর।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন