ফাঁকা আসন নিয়ে চিঠি

সম্প্রতি উচ্চশিক্ষা দফতর থেকে বিশ্ববিদ্যালয়গুলিকে সব আসন পূরণের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যাদবপুর কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, আসন ফাঁকা রাখা যাবে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৭ ০২:২৬
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রায় ৭০টি আসন এখনও ফাঁকা। সেগুলি অবিলম্বে পূরণের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এ নিয়ে অনুমতি পেতে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই)-কে চিঠি দিলেন উপাচার্য সুরঞ্জন দাস। প্রসঙ্গত, দেশের প্রযুক্তি বিষয়ক পাঠ্যক্রমে ভর্তি হতে গেলে পড়ুয়ার নাম এআইসিটিই-র কাছে নথিভুক্ত করতে হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, তার শেষ তারিখ ছিল ১৫ সেপ্টেম্বর।

Advertisement

সম্প্রতি উচ্চশিক্ষা দফতর থেকে বিশ্ববিদ্যালয়গুলিকে সব আসন পূরণের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যাদবপুর কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, আসন ফাঁকা রাখা যাবে না। সেই মতো উপাচার্য এআইসিটিই-কে চিঠি দিলেন। এ দিন বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠকে অন্যতম সদস্য মনোজিৎ মণ্ডল আসন ভর্তির পক্ষে সরব হন। এক শিক্ষক জানান, এম টেক-এ ফাঁকা প্রায় ৬৭টি আসন। বাকি বি টেক-এ। তা পূরণ করায় এখন সব থেকে বড় সমস্যা এআইসিটিই-র সম্মতি পাওয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন