পুজোয় অটো নিয়ন্ত্রণে কড়া সরকার

সম্প্রতি কলকাতা পুলিশের পদস্থ কর্তা এবং অটো ইউনিয়নের নেতাদের সঙ্গে পুজোর আগে এবং পুজোর সময়ে কী ভাবে অটোকে নিয়ন্ত্রণে রাখা যায়, তা নিয়ে বৈঠক করেন মন্ত্রী। সেখানেই এই নির্দেশ দিয়েছেন তিনি। মন্ত্রীর সবুজ সঙ্কেত পাওয়ার পরে ওই সংক্রান্ত নির্দেশ প্রতিটি থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৭ ০০:৪৬
Share:

—ফাইল চিত্র।

অটোর কোনও চালক যাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করলে, তাঁকে সংশ্লিষ্ট ইউনিয়ন বাঁচাতে পারবে না। পুলিশের হাতে ওই অটোচালককে তুলে দিতে হবে। পুজোর সময়ে অটো নিয়ন্ত্রণে এমনই নির্দেশ দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি কলকাতা পুলিশের পদস্থ কর্তা এবং অটো ইউনিয়নের নেতাদের সঙ্গে পুজোর আগে এবং পুজোর সময়ে কী ভাবে অটোকে নিয়ন্ত্রণে রাখা যায়, তা নিয়ে বৈঠক করেন মন্ত্রী। সেখানেই এই নির্দেশ দিয়েছেন তিনি। মন্ত্রীর সবুজ সঙ্কেত পাওয়ার পরে ওই সংক্রান্ত নির্দেশ প্রতিটি থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে।

Advertisement

তবে শুধু অভব্য আচরণ করলে কড়া ব্যবস্থা নেওয়াই নয়, অটো নিয়ন্ত্রণে আরও কয়েক দফা নির্দেশ দেওয়া হয়েছে থানাগুলিকে। পরিবহণ দফতর সূত্রের খবর, ওই নির্দেশিকায় বলা হয়েছে, অটো চালানোর সময়ে গাড়িতে অযথা আলোকসজ্জা এবং জোরে জোরে মিউজিক সিস্টেম বাজানো যাবে না। অটোকে নির্দিষ্ট রুটে চালাতে হবে। থানার পক্ষ থেকে এই নির্দেশ সংশ্লিষ্ট অটো ইউনিয়নগুলিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজ্য পরিবহণ দফতরের এক কর্তা বলেন, ‘‘এ ধরনের নির্দেশিকা আগেও দেওয়া হয়েছে। কিন্তু প্রতি বারই অটোচালকদের উপরে প্রশাসন ক়ড়া ব্যবস্থা নিতে গেলেই মাঝখানে ইউনিয়ন দাঁড়িয়ে যায়। এ বারে যাতে সেটা কোনও ভাবেই না হয়, তা কড়া ভাবে জানিয়ে দিয়েছেন মন্ত্রী। এ বারে পুজোর সময়ে যাত্রীদের অটো নিয়ে কোনও হয়রানি যাতে না হয়, সে দিকে বিশেষ লক্ষ্য রাখা হবে।’’ ওই কর্তা জানান, অন্য বারের মতো এ বারেও পুজোর ক’দিন শহরের মূল সড়কগুলিতে অটো চলতে দেওয়া হবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement