অপহৃত ব্যবসায়ী উদ্ধার

দিন দু’য়েক আগে অপহৃত হয়ে গিয়েছিলেন ব্যবসায়ী। লালবাজারের এক অফিসারের যোগসূত্রে পুলিশি তৎপরতায় উদ্ধার হলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে যাদবপুর থানা এলাকার সাউথ সিটি মলের একটি দোকান থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় তিন জনকে। ধৃতদের নাম মিঠুন কবিরাজ, সুভাষ মিস্ত্রি এবং অপূর্ব চ্যাটার্জি। ধৃতেরা দক্ষিণ কলকাতা ও সোনারপুরের বাসিন্দা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০১৫ ০২:১৬
Share:

দিন দু’য়েক আগে অপহৃত হয়ে গিয়েছিলেন ব্যবসায়ী। লালবাজারের এক অফিসারের যোগসূত্রে পুলিশি তৎপরতায় উদ্ধার হলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে যাদবপুর থানা এলাকার সাউথ সিটি মলের একটি দোকান থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় তিন জনকে। ধৃতদের নাম মিঠুন কবিরাজ, সুভাষ মিস্ত্রি এবং অপূর্ব চ্যাটার্জি। ধৃতেরা দক্ষিণ কলকাতা ও সোনারপুরের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা সুদীপ্ত হাজরা পুরোনো গাড়ি কেনাবেচার ব্যবসা করতেন। বেশ কিছু ব্যবসায়ীর কাছে তিনি কয়েক হাজার টাকা বাকিও রেখেছিলেন। মঙ্গলবার বিকেলে যাদবপুর এলাকা থেকেই তাঁকে অপহরণ করে পালায় অপহরণকারীরা। কিন্তু তাঁর মোবাইল তাঁর কাছেই ছিল। লালবাজারের এক শীর্ষ পুলিশ অফিসারের সঙ্গে যোগাযোগ ছিল সুদীপ্তবাবুর। তাঁকে এসএমএস করে অপহরণকারীরা কোথায় তাঁকে নিয়ে যেতে পারে, তা জানিয়ে দেন সুদীপ্ত। লালবাজার থেকে খবর যায় রিজেন্ট পার্ক থানায়। এর পরে পুলিশ মামলা দায়ের করে তল্লাশি শুরু করে সুদীপ্তবাবুর খোঁজ পায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement