দুর্ঘটনায় মৃত্যু

পথ দু্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার, প্রগতি ময়দান থানার সামনে। মৃতের নাম পিন্টু সরকার (৪০)। বাড়ি সোনারপুরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০১৬ ০০:০৪
Share:

পথ দু্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার, প্রগতি ময়দান থানার সামনে। মৃতের নাম পিন্টু সরকার (৪০)। বাড়ি সোনারপুরে। পুলিশ জানায়, ভোরে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে বাইপাস দিয়ে তিলজলার দিকে যাচ্ছিলেন তিনি। প্রগতি ময়দান থানা পেরিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারে ‘মা’ উড়ালপুলের স্তম্ভে। দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। পুলিশ উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রের খবর, দিন কয়েক আগেই ওই এলাকাতেই দুর্ঘটনার কবলে পড়ছিল একটি স্কুলগাড়িও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement