Jadavpur University

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবার ‘র‌্যাগিং’! গবেষকদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ প্রথম বর্ষের ছাত্রের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের এক ছাত্র র‌্যাগিংয়ের অভিযোগ তুলেছেন। অভিযোগ, তাঁর বিভাগেরই দুই গবেষক পড়ুয়া তাঁকে হেনস্থা করেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ২৩:১৫
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রকে হেনস্থার অভিযোগ। —ফাইল চিত্র।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবার র‌্যাগিংয়ের অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতক স্তরের প্রথম বর্ষের এক ছাত্র র‌্যাগিংয়ের অভিযোগ তুলেছেন। অভিযোগ, তাঁর বিভাগেরই দুই গবেষক পড়ুয়া তাঁকে হেনস্থা করেছেন। এমনকি, থাপ্পড়ও মারা হয়েছে। ঘটনাটির দিকে দৃষ্টি আকর্ষণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই ছাত্র।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের মধ্যে ওবিসি নিয়ে আন্দোলন চলছিল। অভিযোগকারীর দাবি, তিনি সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন। সেই কারণেই তাঁকে এ ভাবে হেনস্থা করা হয়েছে। অভিযোগ, ক্যাম্পাসের মধ্যেই অশ্রাব্য ভাষায় তাঁকে গালিগালাজ করা হয়। হুমকিও দেওয়া হয়। অভিযোগকারী বিশ্ববিদ্যালয়ের হস্টেলের আবাসিক। তিনি জানিয়েছেন, হস্টেলে ঢুকলে মারধর করা হবে বলে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। সেই কারণে তিনি হস্টেলে যেতে পারছেন না।

বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি-র‌্যাগিং সেল, রেজিস্ট্রার, ডিন অফ স্টুডেন্টস্‌ এবং সহ-উপাচার্যের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন প্রথম বর্ষের ওই পড়ুয়া।

Advertisement

২০২৩ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিন তলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হয়েছিল বাংলা বিভাগের প্রথম বর্ষের এক পড়ুয়ার। অভিযোগ, হস্টেলে র‌্যাগিংয়ের শিকার হয়েছিলেন তিনি। সেই ঘটনার পর বিস্তর জলঘোলা হয়। বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস এবং হস্টেলে বাড়িয়ে দেওয়া হয় নজরদারি। একাধিক সিনিয়র ছাত্রকে র‌্যাগিংয়ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতারও করেছিল পুলিশ। আবার সেই যাদবপুরেই ছাত্র-হেনস্থার অভিযোগ প্রকাশ্যে এল। যদিও বুধবারের ঘটনা সম্পর্কে এখনও কোনও মন্তব্য করতে চাননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। থানাতেও কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement