ট্রেনের ধাক্কা, মৃত স্কুলছাত্র

ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক স্কুলছাত্রের। রবিবার, বেলানগর স্টেশনের কাছে। মৃতের নাম ঋষভ মণ্ডল (১৫)। বাড়ি বালির বেলানগরের অভয়নগরে। সে ডানকুনির একটি ইংরেজি মাধ্যম স্কুলে দশম শ্রেণিতে পড়ত। জিআরপি জানায়, এ দিন সকালে অঙ্কের শিক্ষকের কাছে যাওয়ার জন্য বেরোয় ঋষভ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৫ ০১:০০
Share:

ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক স্কুলছাত্রের। রবিবার, বেলানগর স্টেশনের কাছে। মৃতের নাম ঋষভ মণ্ডল (১৫)। বাড়ি বালির বেলানগরের অভয়নগরে। সে ডানকুনির একটি ইংরেজি মাধ্যম স্কুলে দশম শ্রেণিতে পড়ত। জিআরপি জানায়, এ দিন সকালে অঙ্কের শিক্ষকের কাছে যাওয়ার জন্য বেরোয় ঋষভ। সাড়ে আটটা নাগাদ তার বাড়িতে খবর আসে, বেলানগর স্টেশন থেকে কিছু দূরে একটি ক্ষতবিক্ষত দেহ পড়ে আছে। খবর পেয়ে ঋষভের পরিজনেরা গিয়ে দেহ শনাক্ত করেন। জিআরপি-র অনুমান, ফোনে কথা বলতে বলতে লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই ছাত্রের। তবে দুর্ঘটনাস্থল, হোম সিগন্যালের কাছে আপ লাইনে সে কেন গেল, তা খতিয়ে দেখছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement