Injury

রবীন্দ্র সরোবর স্টেশনে লাইনে ঝাঁপ, ব্যাহত মেট্রো পরিষেবা

অফিস টাইমে বেশ কিছুক্ষণ মেট্রো চলাচল বন্ধ হয়ে পড়ায় সমস্যায় পড়েন নিত্যযাত্রী থেকে স্কুল পড়ুয়া।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮ ১২:২৬
Share:

বন্ধ মেট্রো। রবীন্দ্র সরোবর স্টেশনে যাত্রীদের ভিড়।— নিজস্ব চিত্র।

মেট্রোয় ফের আত্মহত্যায় চেষ্টা। শুক্রবার বেলা পৌনে ১১টা নাগাদ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দেন এক যুবক। এই ঘটনার জেরে আপ-ডাউন দু’দিকের মেট্রো চলাচলই ঘণ্টাখানেক বন্ধ হয়ে যায়। এই সময় ময়দান থেকে নোয়াপাড়া এবং টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করে।

Advertisement

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী মুখোপাধ্যায় জানিয়েছেন, এ দিন আপ লাইনে ঝাঁপ দেন ওই যুবক। যদিও চালক দ্রুততার সঙ্গে গাড়ি থামিয়ে দেন। ফলে প্রাণে বেঁচে যান ওই যুবক। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যুবককে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় মেট্রো রেলের তরফে।

ওই যুবকের নাম-পরিচয় কিছুই জানা যায়নি। মানসিক অবসাদ থেকেই এই ঘটনা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

যুবক ঝাঁপ দিয়েছিলেন এই মেট্রোর সামনে। আহত যুবককে উদ্ধার করতে পিছনে সরানো হচ্ছে মেট্রোটি। দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: ‘এ পাড়ায় মেয়রকে শেষ কবে দেখেছি, মনে নেই’

অফিস টাইমে বেশ কিছুক্ষণ মেট্রো চলাচল বন্ধ হয়ে পড়ায় সমস্যায় পড়েন নিত্যযাত্রী থেকে স্কুল পড়ুয়া। মাঝে মধ্যে এ ভাবে মেট্রোয় আত্মহত্যার ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তাঁরা মেট্রোর মেট্রোর নিরাপত্তার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন। কী ভাবে নিরাপত্তা রক্ষীদের নজর এড়িয়ে বার বার এমন ঘটনা ঘটছে সেই প্রশ্ন তুলেছেন যাত্রীরা।

(কলকাতা শহরের রোজকার ঘটনার বাছাই করা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের কলকাতা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন