Tala Pumping Station

সোমবার সারা দিন বন্ধ থাকবে টালা ট্যাঙ্ক, কলকাতার বিস্তীর্ণ এলাকায় মিলবে না পানীয় জল!

সপ্তাহখানেক আগে কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, ১৬ ডিসেম্বর সকাল ৯টা থেকে ১৭ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত পলতা এবং টালা পাম্পিং স্টেশন বন্ধ রাখা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ১৭:১৩
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

মেরামতির কাজের জন্য সোমবার সকাল থেকেই বন্ধ থাকবে টালা পাম্পিং স্টেশন। কলকাতা পুরসভার তরফে আগেই বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়েছিল। সোমবার, অর্থাৎ ১৬ ডিসেম্বর সকাল থেকে পরের দিন ভোর পর্যন্ত বন্ধ থাকবে টালা পাম্পিং স্টেশন। এর ফলে সোমবার সারা দিন কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। মূলত উত্তর কলকাতার বহু জায়গায় পানীয় জল পাওয়া যাবে না।

Advertisement

সপ্তাহখানেক আগে কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, ১৬ ডিসেম্বর সকাল ৯টা থেকে ১৭ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত পলতা এবং টালা পাম্পিং স্টেশন বন্ধ রাখা হবে। কেন পাম্পিং স্টেশন বন্ধ থাকবে, তার কারণও বিজ্ঞপ্তিতে জানানো হয়। টালা পাম্পিং স্টেশনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মেরামতির কাজের প্রয়োজন রয়েছে। আগের চেয়ে কিছুটা বড় ভাল্‌ভ বসানোর পাশাপাশি ইলেকট্রোমেকানিক্যাল ড্রাইভ, পাম্প, উচ্চ ভোল্টেজের মোটর এবং অন্যান্য বৈদ্যুতিন যন্ত্রাংশ সারাই করা হবে। তা ছাড়া, ট্যাঙ্কের লিক সারাইয়ের কাজও সেরে ফেলা হবে বলে জানানো হয়েছে পুরসভার বিজ্ঞপ্তিতে।

টালা পাম্পিং স্টেশন বন্ধ থাকার ফলে পলতা ও টালা জলাধার থেকে জল সরবরাহও হবে না সোমবার সারা দিন। ফলে উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সঙ্কট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। কলকাতা পুরসভার ১৬টি বরো-র মধ্যে প্রথম সাতটিতেই টালা থেকে জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। জল সরবরাহ বন্ধ রাখা হবে কসবা-সহ ৮ নম্বর বরোর একাংশেও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement