খিদিরপুরের উড়ালপুলে দুর্ঘটনার পরে বিক্ষোভ। রবিবার। ছবি:শুভাশিস ভট্টাচার্য।
কন্টেনার ও লরির রেষারেষিতে পিষে গেল ট্যাক্সি। রবিবার রাতে ফ্যান্সি মার্কেটের সামনে ওই দুর্ঘটনায় জড়িয়ে পড়ে একটি মোটরবাইকও। দু’জনের মত্যু হয়, আহত হন দু’জন। পুলিশ জানায়, খিদিরপুর উড়ালপুল থেকে নামার সময়েই কন্টেনার ও লরির রেষারেষি শুরু হয়। মাঝখানে পড়ে যায় ট্যাক্সিটি। কন্টেনারটি এগোতে গিয়ে ট্যাক্সিকে চেপে দিয়ে উল্টে যায়। ক্ষিপ্ত জনতা বিক্ষোভ শুরু করে। ব্যাহত হয় যান চলাচল। পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।