তরুণীর শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেফতার চালক

ওই দিন বিমানবন্দর থানায় একটি ট্যাক্সির নম্বর দিয়ে তার চালকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন এক তরুণী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৭ ০১:৩৫
Share:

শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হল এক ট্যাক্সিচালককে। মঙ্গলবার, কলকাতা বিমানবন্দর চত্বর থেকে।

Advertisement

ওই দিন বিমানবন্দর থানায় একটি ট্যাক্সির নম্বর দিয়ে তার চালকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন এক তরুণী। একটি বিমান সংস্থার গ্রাউন্ড স্টাফ হিসেবে বিমানবন্দরে কর্মরতা তিনি।
পুলিশ জানিয়েছে, ওই তরুণীর অভিযোগের ভিত্তিতেই পঞ্চাশোর্ধ্ব ওই বিহারি ট্যাক্সিচালককে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে বিমানবন্দর থানার পুলিশ। এখনও পুলিশ হেফাজতে রয়েছেন ওই চালক।

পুলিশের কাছে দেওয়া ওই তরুণীর বয়ান অনুযায়ী, ঘটনাটি ঘটেছিল মঙ্গলবার। ভোরবেলায় ঝিরঝিরে বৃষ্টির মধ্যে কৈখালির কাছ থেকে একটি শেয়ার ট্যাক্সি চেপে তরুণী বিমানবন্দরে আসছিলেন ডিউটি করতে। হলুদ ট্যাক্সিটির পিছনের আসনে একাই বসেছিলেন তিনি। সামনে চালকের পাশে বসেছিলেন অন্য এক যাত্রী। সেই ব্যক্তিও বিমানবন্দরে আসছিলেন।

Advertisement

তরুণী তাঁর অভিযোগে জানিয়েছেন, ট্যাক্সিচালক ও পাশের যাত্রী পিছনে ঘুরে বারবার তাঁকে অস্বস্তিকর চাহনিতে দেখছিলেন। তরুণীর দাবি, তখন রাস্তায় গাড়িও কম ছিল। নিরাপত্তার অভাব বোধ করায় কৈখালি ছাড়িয়ে যে উড়ালপুলটি বিমানবন্দরে ঢুকেছে সেখানে ওঠার আগেই তরুণী ট্যাক্সি থেকে নেমে যেতে চান। চালক জানান, যথাস্থানেই তাঁকে নামিয়ে দেওয়া হবে। ওই উড়ালপুল থেকে নামার পরে যেখানে প্রথম ব্যারিকেডটি রয়েছে এবং বন্দুক হাতে নিরাপত্তারক্ষী দাঁড়িয়ে থাকেন, সেখানেই নামিয়ে দেওয়া হয় তাঁকে।

এরও ঘণ্টা দুয়েক পরে ওই তরুণী বিমানবন্দর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। ট্যাক্সিটি নিয়ে ওই চালক সে দিনই বিমানবন্দরে এসেছিলেন যাত্রী তুলতে। তখনই তাঁকে গ্রেফতার করা হয়। বুধবার আদালতে গিয়ে অভিযোগকারিণী তাঁর বয়ান নথিভুক্ত করে এসেছেন। ঘটনার তদন্ত করে শনিবারই আদালতে রিপোর্ট জমা দেওয়ার কথা পুলিশের। কিন্তু সহযাত্রীর কোনও খোঁজ পায়নি পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement