পার্ক স্ট্রিট থেকে উদ্ধার কিশোর

পুলিশ জানিয়েছে, গত বুধবার রাত আটটা নাগাদ পার্ক স্ট্রিটে ফুটপাথে এক কিশোরকে উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখা যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৭ ০১:০৯
Share:

পুলিশের তৎপরতায় পার্ক স্ট্রিটে উদ্ধার হল বাড়ি থেকে নিখোঁজ হওয়া এক কিশোর।

Advertisement

পুলিশ জানিয়েছে, গত বুধবার রাত আটটা নাগাদ পার্ক স্ট্রিটে ফুটপাথে এক কিশোরকে উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখা যায়। সন্দেহ হওয়ায় বহুক্ষণ ধরে তাকে নজরে রাখেন পার্ক স্ট্রিট মোড়ে কর্তব্যরত কলকাতা পুলিশের সাউথ ট্র্যাফিক গার্ডের দুই কনস্টেবল ভাস্কর রুইদাস এবং অরূপ মুখোপাধ্যায়।

এর পরে ভাস্করবাবু ওই কিশোরকে ফুটপাথ থেকে নিয়ে আসেন পার্ক স্ট্রিট মোড়ে। সেখানেই ওই কিশোরের নাম-ঠিকানা জিজ্ঞাসা করেন তাঁরা। প্রথমে কোনও কথার উত্তর না দিলেও পরে ওই কিশোর জানায়, তার নাম শেখ ফিরোজ।
বাড়ি হাওড়ার আমতায়। তার দাবি, কেউ তাকে গাড়ি করে তুলে এনেছিল। পরে রবীন্দ্র সদনের কাছে কোনও একটা জায়গায় তাকে ছেড়ে দেয়। এমনকী, প্রথম বার কলকাতায় আসায় সে পথ হারিয়ে ফেলে বলেও দাবি করে ওই কিশোর।

Advertisement

গোটা ঘটনা শুনে ওই ট্র্যাফিক গার্ডের সার্জেন্ট পীযূষ সাধুখাঁকে খবর দেন ভাস্করবাবু। খবর পাঠানো হয় পার্ক স্ট্রিট থানাতেও। পুলিশ সূত্রের খবর, ফিরোজের কাছে কোনও মোবাইল ছিল না। কিন্তু একটি চিরকুট পাওয়া গিয়েছিল তার কাছ থেকে। সেখানে তার দাদার ফোন নম্বর লেখা ছিল। সেই নম্বরেই ফোন করেন ট্র্যাফিক পুলিশকর্মীরা। মোবাইলের উল্টোদিক থেকে এক যুবক জানান তিনি ফিরোজের দাদা। তিনি জানান, বাড়িতে ফিরোজকে না পেয়ে খুঁজতে বেরিয়েছেন তাঁরা সবাই। এর পরেই থানায় নিয়ে যাওয়া হয় ফিরোজকে।

এই ঘটনার সঙ্গে কোনও শিশু পাচার চক্রের সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। তবে ওই কিশোরকে জিজ্ঞাসাবাদ করে তেমন কোনও তথ্য পাওয়া যায়নি বলেই জানিয়েছে পুলিশ। এর পরে রাতে থানায় আসেন ফিরোজের দাদা। তাঁর দাবি, এর সঙ্গে পাচারের কোনও সম্পর্কই নেই। ফিরোজ নিজের ইচ্ছাতেই বাড়ি থেকে চলে এসেছিল। এর আগেও সে এ রকম ঘটনা ঘটিয়েছিল বলে জানিয়েছেন ফিরোজের দাদা।

তার পরিবারের তরফে সব তথ্য পেয়ে, সে সব খতিয়ে দেখে দাদার হাতে তুলে দেওয়া হয় ফিরোজকে। পুলিশের তৎপরতায় আপাতত বাড়ি ফিরেছে ফিরোজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement