বাস থেকে পড়ে মৃত্যু

তদন্তের পরে পুলিশ জানিয়েছে, এ দিন সকালে অক্ষয় ট্যাংরা থেকে তপসিয়াগামী একটি বাসে ওঠে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৯ ০১:২০
Share:

অক্ষয় কুমার

বাবার সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বেরিয়ে বাস থেকে পড়ে মারা গেল এক কিশোর। বৃহস্পতিবার ট্যাংরার গোবিন্দ খটিক রোডের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত কিশোরের নাম অক্ষয় কুমার (১৪)। বাড়ি সাউথ ট্যাংরা রোডে।

Advertisement

তদন্তের পরে পুলিশ জানিয়েছে, এ দিন সকালে অক্ষয় ট্যাংরা থেকে তপসিয়াগামী একটি বাসে ওঠে। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি থেকে পড়ে যায় সে ও মাথায় আঘাত লাগে। ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার পরে বাস নিয়ে পালায় ওই বাসচালক। সাউথ ট্যাংরা রোডে দিদিমার সঙ্গে থাকত অক্ষয়। দিদিমা মণি দেবী জানান, অক্ষয়ের বাবা তপসিয়ার চার নম্বর সেতুর কাছে থাকেন এবং সেখানে গ্যারাজে কাজ করেন। আর্থিক অবস্থা ভাল না-হওয়ায় পড়াশোনা ছেড়ে তপসিয়াতেই একটি গ্যারাজে কাজ নিয়েছিল ওই কিশোর। মণি দেবী জানান, এ দিন বাবার সঙ্গে দেখা করে কাজের জায়গায় যাচ্ছিল অক্ষয়। এ দিনও সে কারণেই বাসে চেপেছিল ওই কিশোর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement