West Bengal Weather Update

তাপমাত্রা ফের কমল কলকাতায়! ফের দার্জিলিঙের পর শীতলতম কল্যাণী, রাজ্যে কি শীতের দ্বিতীয় ইনিংস শুরু হবে

মাঘের শুরুতে কলকাতার স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়ে গিয়েছিল। আবার তা নামতে শুরু করেছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধারাবাহিক ভাবে কমছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ০৯:৩৭
Share:

কলকাতায় তাপমাত্রার পারদ টানা নিম্নমুখী। —ফাইল চিত্র।

ঠান্ডা কমেই গিয়েছিল। কিন্তু সরস্বতী পুজো থেকে ফের পারদ নামতে শুরু করেছে। শুক্রবার সরস্বতী পুজোর দিন কলকাতার তাপমাত্রা নেমে গিয়েছিল ১৪ ডিগ্রির ঘরে। শনিবারও আরও খানিকটা নামল। টানা নিম্নমুখী পারদ দেখে অনেকে মনে করছেন, ফিরতে পারে শীত। তবে কি রাজ্যে শীতের দ্বিতীয় ইনিংস শুরু হতে চলেছে? আলিপুর আবহাওয়া দফতর সে বিষয়ে এখনও নিশ্চিত ভাবে কিছু জানায়নি। তবে তাপমাত্রা কমেই চলেছে।

Advertisement

মাঘের শুরুতে কলকাতার স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়ে গিয়েছিল। সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ১৫-১৬ ডিগ্রিতে। শুক্রবার তা আচমকা নেমে যায় ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। আরও কমে শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা হল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। তা ছাড়া, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি কম। দিনভর শহরের আকাশ মেঘমুক্ত থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে কোথাও কোথাও। সারাদিনের তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৪ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই।

রাজ্য জুড়েই কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আগামী আরও তিন-চার দিন। এর ফলে সকালের দিকে দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। তবে উত্তরবঙ্গে ঘন কুয়াশার বাড়তি সতর্কতা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই চার জেলায়। উত্তর ও দক্ষিণবঙ্গের সর্বত্র আপাতত শুকনো আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা নেই।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ছ’দিনে রাতের তাপমাত্রায় বড় কোনও হেরফের হবে না। তবে সকালের দিকে শীতের আমেজ বজায় থাকবে।

শনিবার দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া রাজ্যে আর একটি জায়গাতেই পারদ ১০ ডিগ্রির নীচে নেমেছে। নদিয়ার কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা ঠান্ডার বিচারে রাজ্যে দ্বিতীয়। উত্তরবঙ্গের কালিম্পং এবং কোচবিহারে পারদ নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা বাঁকুড়ায় ১১, শ্রীনিকেতনে ১১.৫, বহরমপুরে ১১.৬, ক্যানিংয়ে ১১, পানাগড়ে ১১.২, আসানসোলে ১১.৩, ব্যারাকপুরে ১১ এবং ঝাড়গ্রামে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। কলকাতার উপকণ্ঠে দমদমে ১২.২ এবং সল্টলেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছিল পারদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement