ফের অস্থায়ী ডিন যাদবপুরে

সময়মতো স্থায়ী ডিন মনোনয়ন করা যায়নি। তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবার অস্থায়ী ডিন নিয়োগ করা হচ্ছে। উচ্চশিক্ষা দফতর সোমবার নির্দেশিকা জারি করে বিশ্ববিদ্যালয়কে বলেছে, ডিনের চারটি শূন্য পদে সংশ্লিষ্ট বিভাগের চার প্রবীণ শিক্ষককে ছ’মাসের মেয়াদে অস্থায়ী ডিন হিসেবে নিয়োগ করতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৬ ০৪:০৬
Share:

সময়মতো স্থায়ী ডিন মনোনয়ন করা যায়নি। তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবার অস্থায়ী ডিন নিয়োগ করা হচ্ছে। উচ্চশিক্ষা দফতর সোমবার নির্দেশিকা জারি করে বিশ্ববিদ্যালয়কে বলেছে, ডিনের চারটি শূন্য পদে সংশ্লিষ্ট বিভাগের চার প্রবীণ শিক্ষককে ছ’মাসের মেয়াদে অস্থায়ী ডিন হিসেবে নিয়োগ করতে হবে। স্থায়ী ডিন বাছাই করতে হবে ওই সময়ের মধ্যেই। এ দিন আগের চার অস্থায়ী ডিনের মেয়াদ শেষ হয়েছে। কিন্তু সামনেই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। সেখানে ডিনদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুনে অস্থায়ী ডিন নিয়োগের সময় প্রতিটি ক্ষেত্রে প্রবীণতম শিক্ষককে নিয়োগ করা হয়নি বলে অভিযোগ উঠেছিল। এর আগে স্থায়ী ডিন বাছাইয়ের প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ ওঠায় সেই কাজ বন্ধ হয়ে যায়। পরে বাছাই কমিটি থেকে উপাচার্যের প্রতিনিধি পদত্যাগ করেন। সম্প্রতি নতুন কমিটি তৈরি হয়েছে। কিন্তু স্থায়ী ডিন বাছাইয়ের কাজ শেষ হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement