Death

Thakurpukur Death: কাকিমার সঙ্গে সম্পর্ক! সন্দেহের বশে ভাইপোকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার কাকা

অভিযুক্তের দাবি, ভাইপো দেবজিৎ এবং তাঁর স্ত্রী মুনমুন দাসের মধ্যে গোপন সম্পর্ক ছিল। ঠাকুরপুকুরে এই ঘটনাটি ঘটেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২২ ১০:৪৩
Share:

প্রতীকী ছবি।

কাকিমার সঙ্গে সম্পর্ক আছে বলে সন্দেহ। কাকার হাতে মার খেয়ে মৃত্যু হল যুবকের। অভিযুক্ত কাকা অর্ণব দাসকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ঠাকুরপুকুরে এই ঘটনাটি ঘটেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে অভিযুক্ত অর্ণব তাঁর ভাইপো দেবজিৎ দাস (২৬)-কে ডেকে নিয়ে এসে তাঁর সঙ্গে ঝগড়া শুরু করেন। অভিযুক্তের দাবি ছিল, দেবজিৎ এবং তাঁর স্ত্রী মুনমুন দাসের মধ্যে গোপন সম্পর্ক ছিল। এই নিয়ে দু’জনের মধ্যে প্রথমে বাক-বিতণ্ডা এবং পরে হাতাহাতি শুরু হয়। অভিযোগ, দেবজিৎকে মেরে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অর্ণব।

এর পরই আহত দেবজিৎ অসুস্থ বোধ করতে শুরু করেন। বুকে ব্যাথা হচ্ছে বলেও তিনি জানান। দেবজিৎকে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। মঙ্গলবার গভীর রাতে তিনি ওই হাসপাতালেই মারা যান।

Advertisement

এর পরই অভিযুক্ত অর্ণবকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলাও রুজু করেছে পুলিশ। লালবাজারের হোমিসাইড শাখাকেও ঘটনাটি জানানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement