আবার আক্রান্ত পুলিশ

পুলিশের উপরে হামলার ঘটনা বেড়েই চলেছে নিউ টাউনে। শুক্রবার ফের সেখানকার একটি আবাসনের কাছে চার যুবকের হাতে আক্রান্ত হলেন নিউ টাউন থানার এক পুলিশকর্মী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০১৭ ০০:৫০
Share:

পুলিশের উপরে হামলার ঘটনা বেড়েই চলেছে নিউ টাউনে। শুক্রবার ফের সেখানকার একটি আবাসনের কাছে চার যুবকের হাতে আক্রান্ত হলেন নিউ টাউন থানার এক পুলিশকর্মী। ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হলেও বাকিরা পালায়। তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রের খবর, ডিউটিতে যোগ দিতে যাবেন বলে রাজারহাট-নিউ টাউন বক্স ব্রিজের কাছে বাসের জন্য অপেক্ষা করছিলেন নিউ টাউন থানার জুনিয়র কনস্টেবল মানস পণ্ডিত। তাঁর অভিযোগ, হঠাৎই এক মোটরবাইকে দুই যুবক এসে তাঁকে ধাক্কা মারে। মানসবাবু প্রতিবাদ করায় ওই দু’জন তাঁকে মারধর শুরু করে। সঙ্গে যোগ দেয় আরও দুই যুবক।

গোলমালের খবর পেয়েই চলে আসেন অন্য পুলিশকর্মীরা। ঘটনাস্থল থেকে এক জনকে ধরা হয়। আহত ওই কনস্টেবলকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ওই চার যুবক মত্ত অবস্থায় ছিল।

Advertisement

এর আগেও নিউ টাউনে নিয়ম ভাঙায় এক বাইকচালককে কেস দিয়েছিল পুলিশ। পরে সেই চালক এক পুলিশকর্মীকে মারধর করেন। তারও আগে একটি ঘটনায় আক্রান্ত হন এক সিভিক ভলান্টিয়ার। বিধাননগর পুলিশের এক কর্তা জানান, এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। কড়া পদক্ষেপ করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement