পারিষদদের পুর দফতর বণ্টন আজ

গত পুরবোর্ডে গুরুত্বপূর্ণ পদ সামলেছিলেন তাঁরা। এ বারের নির্বাচনেও তাঁরা জয়ী। তাই এমন ‘হেভিওয়েট’ জনা চারেক মেয়র পারিষদের হয়তো দফতরের বিশেষ রদবদল হবে না বলেই পুরসভার অন্দরের খবর। কিন্তু নতুনদের মধ্যে কোন দফতর কার হাতে যাবে— তা নিয়েই এখন দিনভর চর্চা চলছে পুরসভায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০১৫ ০৩:২৩
Share:

গত পুরবোর্ডে গুরুত্বপূর্ণ পদ সামলেছিলেন তাঁরা। এ বারের নির্বাচনেও তাঁরা জয়ী। তাই এমন ‘হেভিওয়েট’ জনা চারেক মেয়র পারিষদের হয়তো দফতরের বিশেষ রদবদল হবে না বলেই পুরসভার অন্দরের খবর। কিন্তু নতুনদের মধ্যে কোন দফতর কার হাতে যাবে— তা নিয়েই এখন দিনভর চর্চা চলছে পুরসভায়।

Advertisement

আজ, মঙ্গলবার মেয়র পারিষদদের দফতর বণ্টন করা হবে। কিন্তু দফতর বণ্টন নিয়ে সোমবার মুখ খুলতে চাননি মেয়র শোভন চট্টোপাধ্যায়। সূত্রের খবর, এ নিয়ে পরামর্শ করতেই সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরুলিয়া সফরেও সঙ্গী হন তিনি। তৃণমূল সূত্রের খবর, মেয়র পারিষদদের দফতর বণ্টন নিয়ে সোমবারেও মুখ্যমন্ত্রীর পরামর্শ নিয়েছেন মেয়র।

এ দিকে, দফতর না থাকলেও কলকাতা পুরসভার মেয়র পারিষদেরা সোমবার বেশ কিছুটা সময় কাটান নিজেদের ঘরে। সব ঘরেই আলোচনার বিষয় ছিল, কে কোন দফতর পাবেন। পুরসভার অন্দরের খবর, যে গুরুত্বপূর্ণ মেয়র পারিষদেরা গত বোর্ডেও দায়িত্বে ছিলেন প্রয়োজনে তাঁদের কারও হাতে বাড়তি দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। পুরসভার অন্দরের গুঞ্জন, নতুনদের মধ্যে রতন দে রাস্তার দায়িত্ব পেতে পারেন। অভিজিৎ মুখোপাধ্যায়ের হাতে যেতে পারে শিক্ষা দফতর। দলেরই কারও কারও মতে তথ্য ও সংস্কৃতি দফতরের দায়িত্ব পেতে পারেন মেয়র পারিষদ আমিরুদ্দিন (ববি)।

Advertisement

তবে গত বারের মতোই মেয়রের হাতে বিল্ডিং, কর-মূল্যায়ন, জল সরবরাহ, আইন-সহ একাধিক দফতর থাকতে পারে বলে খবর। মেয়র অবশ্য জানিয়েছেন, এখনও কিছু চূড়ান্ত হয়নি। দু’-একটি দফতর নিয়ে সিদ্ধান্ত বাকি রয়েছে। মঙ্গলবার দুপুরেই মধ্যেই তা চূড়ান্ত হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন