জেসপের বন্ধ গেট খুলল কে

স্থানীয়দের বক্তব্য, পুরনো কৌশলে ফের কারখানার যন্ত্রাংশ পাচার করতে সক্রিয় হয়ে উঠেছে দুষ্কৃতীরা। তাঁদের দাবি, চুরি করা যন্ত্রাংশ বার করতে মঙ্গলবার রাতে ওই গেটের বাঁধন খোলা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৮ ০১:২৮
Share:

ফাইল চিত্র

জেসপ কারখানার পনেরো নম্বর গেট খোলা। বুধবার সকালে তা দেখে দাঁড়িয়ে পড়ল ব্যারাকপুর কমিশনারেটের টহলদারি গাড়ি। এর দিন পাঁচেক আগে রাতে বাতিস্তম্ভে কেউ বা কারা পাথর ছোড়ে বলে জানিয়েছিলেন স্থানীয়েরা। সকালে তাঁরা দেখেন, পনেরো নম্বর গেটের সিসি ক্যামেরা ভেঙে পড়ে রয়েছে।

Advertisement

যার প্রেক্ষিতে স্থানীয়দের বক্তব্য, পুরনো কৌশলে ফের কারখানার যন্ত্রাংশ পাচার করতে সক্রিয় হয়ে উঠেছে দুষ্কৃতীরা। তাঁদের দাবি, চুরি করা যন্ত্রাংশ বার করতে মঙ্গলবার রাতে ওই গেটের বাঁধন খোলা হয়েছে। এ দিন সকালে ওই গেট ফের বেঁধে ফেলেন ব্যারাকপুর কমিশনারেটের পুলিশকর্মীরা। তাঁদের মতে, জঙ্গলে ঢাকা জেসপ কারখানার ভিতরে পর্যাপ্ত আলোর অভাবে নজরদারি চালাতে সমস্যা হচ্ছে। স্থানীয় তৃণমূল কাউন্সিলর সত্যজিৎ পাল বলেন, ‘‘সিসি ক্যামেরা ভাঙার কথা শুনেছি। ১৫ নম্বর গেটের কথাও শুনেছি। প্রতি রাতেই তো কারখানা থেকে যন্ত্রাংশ বেরোচ্ছে। পুলিশ নিশ্চয় ব্যবস্থা নেবে।’’ ব্যারাকপুর কমিশনারেটের এক কর্তা বলেন, ‘‘কী ঘটেছে তা জেনে পরবর্তী পদক্ষেপ করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement