প্রচারই সার, রাশ নেই পথ দুর্ঘটনায়

শনিবার বিকেলে রাজভবনের সাউথ গেটের সামনে রাস্তা পেরোতে গিয়ে একটি বাসের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার। মৃতার নাম সুনীতা নাথ (৫০)। তাঁর বাড়ি মহারাষ্ট্রে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৮ ০২:১৪
Share:

নিয়ম না মেনে রাস্তা পারাপার গঙ্গাসাগর যাত্রীদের। শনিবার, ধর্মতলায়। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য

পথ নিরাপত্তা সপ্তাহেই পথ দুর্ঘটনায় পরপর মৃত্যু দেখছে শহর। গত রবিবার থেকে শুরু হয়েছিল কলকাতা পুলিশের আয়োজনে পথ নিরাপত্তা সপ্তাহ পালনে নানা কর্মসূচি। তার শেষ দিন ছিল শনিবার। এক দিকে যেমন গোটা সপ্তাহ জুড়েই পথ নিরাপত্তা নিয়ে চলল সচেতনতার প্রচার, অন্য দিকে সারা দিনে শহরে অন্তত চোদ্দটি দুর্ঘটনার খবর মিলেছে। খোদ পথ নিরাপত্তা সপ্তাহে দুর্ঘটনায় মৃত ও আহতের সংখ্যা বাড়তে থাকায় ঘটা করে এই সপ্তাহের উদ্‌যাপন নিয়েই দেখা দিয়েছে নানা প্রশ্ন।

Advertisement

পুলিশ জানায়, শনিবার বিকেলে রাজভবনের সাউথ গেটের সামনে রাস্তা পেরোতে গিয়ে একটি বাসের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার। মৃতার নাম সুনীতা নাথ (৫০)। তাঁর বাড়ি মহারাষ্ট্রে। পুলিশ সূত্রের খবর, গঙ্গাসাগর যাবেন বলে শহরে এসেছিলেন সুনীতা। পুলিশ জানিয়েছে, ওই মহিলার স্বামী ফুটপাথে দাঁড়িয়ে থাকলেও তিনি সিগন্যাল অমান্য করেই রাস্তা পেরোচ্ছিলেন। তখন দ্রুত বেগে আসা একটি বাস তাঁকে ধাক্কা মারে। এসএসকেএমে নিয়ে গেলে ওই মহিলাকে মৃত ঘোষণা করা হয়। বাসটি আটক করেছে পুলিশ, চালক পলাতক। এ দিন সকালেই পাটুলি বাজারের কাছে বাইপাসে একটি গাড়ির ধাক্কায় মোটরভ্যানের চালক এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম গোলাম মোল্লা (৩৭)। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে।

পথ নিরাপত্তা সপ্তাহ শুরুর দিনে গত রবিবার রাতে ধাপার কাছে একটি বেপরোয়া গাড়ি গাছে ধাক্কা মারে। গাড়ির এক যাত্রী ওই দুর্ঘটনায় মারা যান। বুধবার আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায় বাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়। এমনকী শনিবার, পথ নিরাপত্তা সপ্তাহের শেষ দিনেও শহর সাক্ষী রইল আরও দুর্ঘটনার। ফলে সচেতনা প্রচারে এত অনুষ্ঠান করে আদৌ কাজ হচ্ছে কি না, তা নিয়েই প্রশ্ন উঠছে। ডিসি (ট্র্যাফিক) সুমিত কুমারের অবশ্য বক্তব্য, ‘‘দুর্ঘটনা ঠেকাতে পুলিশ যত ব্যবস্থাই নিক না কেন, রাস্তা পারাপারের সময়ে সাধারণ মানুষকে সচেতন হতেই হবে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন