Jadavpur University

যাদবপুরে ভর্তি: চিঠি অভিভাবকদের কাছে

মঙ্গলবার বিজ্ঞান শাখায় নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা বেরিয়েছে। ২৮ জুলাই পদার্থবিদ্যা ও ভূগোল, ২৯ জুলাই রসায়ন ও ভূতত্ত্ব এবং ৩০ জুলাই অঙ্কে ভর্তি হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ০৯:০১
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। —প্রতীকী চিত্র।

ওবিসি-জটে রাজ্য জুড়ে স্নাতকে ভর্তি নিয়ে অনিশ্চয়তার আবহে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সবার আগে ভর্তি প্রক্রিয়া শুরু করতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার বিজ্ঞান শাখায় নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা বেরিয়েছে। ২৮ জুলাই পদার্থবিদ্যা ও ভূগোল, ২৯ জুলাই রসায়ন ও ভূতত্ত্ব এবং ৩০ জুলাই অঙ্কে ভর্তি হবে। চার বছরের ডিগ্রি কোর্সে ক্লাস শুরু ৪ অগস্ট। আগামী সপ্তাহে কলা বিভাগের তালিকা বেরোবে। সেখানে ভর্তি ৪, ৫ অগস্ট। ক্লাস শুরু ১২ অগস্ট।

তবে সুপ্রিম-মামলায় উচ্চ শিক্ষা দফতরের কেন্দ্রীয় অনলাইন পোর্টালে ভর্তি কবে সারা হবে, জানা নেই। আরও বেশি অনিশ্চিত ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তিও। জয়েন্ট এন্ট্রান্সের ফল কবে বেরোবে, সেই উত্তর এখনওঅজানা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো দেশের একটি অগ্রগণ্য ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠানে গরিব, মেধাবী শিক্ষার্থীরা পড়ার সুযোগ পান। কিন্তু ভর্তিতে দেরি হলে তাঁরা সমস্যায় পড়বেন।

এই পরিস্থিতিতে যাদবপুরের মতো প্রতিষ্ঠানে ভর্তির এই দেরিতে কারা দায়ী ব্যাখা করে মঙ্গলবার অভিভাবকদের উদ্দেশ্যে চিঠি লিখেছেন সেখানকার শিক্ষক সমিতির (জুটা) তরফে সভাপতি পার্থপ্রতিম বিশ্বাস এবং সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায়। তাঁদের মতে, বেসরকারি কলেজগুলির ভর্তি প্রক্রিয়া চলছে। সেখানে রাজ্যের প্রথম সারির একটি প্রতিষ্ঠানে ভর্তি নিয়ে এমন অনিশ্চয়তা কাম্য নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন