Kolkata Book Fair

কলকাতার সমস্ত ট্রাফিক সিগন্যালে শোনা যাবে বইমেলার থিম সং

এ বারের বইমেলার থিম কান্ট্রি গুয়াতেমালা। দক্ষিণ আমেরিকার এই দেশটির কথা মাথায় রেখে গানটির সুর ও কথায় লাতিন প্রভাব পড়েছে। বইমেলা উদ্বোধনের দিনই এই গানটি সামনে আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৪২
Share:

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে গানের উদ্বোধন। ফাইল চিত্র।

উদ্বোধনের দিনই সামনে এসেছিল কলকাতা বইমেলার থিম সং। যাঁরা সময়ে অসময়ে বইমেলায় ঢুঁ মারার সুযোগ পেয়েছেন তাঁদের কাছে এই সুর এখন চেনা। কিন্তু যাঁরা বইমেলায় যাওয়ার সুযোগ পাবেন না, তাঁরা বইমেলার পর শহরের বিভিন্ন ট্রাফিক সিগনালে এই গান শুনতে পারবেন।

Advertisement

এ বারের বইমেলার থিম কান্ট্রি গুয়াতেমালা। দক্ষিণ আমেরিকার এই দেশটির কথা মাথায় রেখে গানটির সুর ও কথায় লাতিন প্রভাব পড়েছে। বইমেলা উদ্বোধনের দিনই এই গানটি সামনে আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গানটির কথা লিখেছেন রাজীব, সুর এবং কণ্ঠ দিয়েছেন পর্ণাভ। এ ছাড়া গানটিতে গলা মিলিয়েছেন পূর্বিতা, রাতুল এবং শ্রীরঞ্জনীও।

Advertisement

শুনুন বইমেলার থিম সং

পর্ণাভ জানালেন, ‘‘আমি আগেও বইমেলার গান তৈরি করেছি । ২০১৬ সালের থিম সং-ও আমার বানানো। সে ভাবে দেখলে এই নিয়ে দ্বিতীয় বার। বিশ্ববাংলার অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে কী ভাবে কলকাতা বইমেলা আন্তর্জাতিক হয়ে উঠেছে, সেই বিষয়টাই আমার গানে ফুটিয়ে তুলতে চেয়েছি। বইমেলার পর শহরের বিভিন্ন ট্রাফিক সিগন্যালেও শোনা যাবে এই গান।’’

(শহরের সেরা খবর, শহরের ব্রেকিং নিউজ জানতে এবং নিজেদের আপডেটেড রাখতে আমাদের কলকাতা বিভাগ পড়ুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন