theft at empty house

ফের ফাঁকা বাড়িতে চুরি। পুলিশ জানায়, বেলঘরিয়ার নন্দননগরের বাসিন্দা সুদীপ্ত চক্রবর্তী মঙ্গলবার সপরিবার বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার তাঁদের ভাড়াটিয়া দেখেন, তাঁর ঘরের দরজা বাইরে থেকে বন্ধ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৬ ০২:০৩
Share:

ফের ফাঁকা বাড়িতে চুরি। পুলিশ জানায়, বেলঘরিয়ার নন্দননগরের বাসিন্দা সুদীপ্ত চক্রবর্তী মঙ্গলবার সপরিবার বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার তাঁদের ভাড়াটিয়া দেখেন, তাঁর ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। প্রতিবেশীদের ডেকে দরজা খোলার পরে দেখা যায়, সুদীপ্তবাবুর ঘরে ঢোকার দরজা ভাঙা। পুলিশ সূত্রে খবর, সুদীপ্তবাবুর আলমারি থেকে খোয়া গিয়েছে কয়েক ভরি সোনা-রূপোর গয়না ও প্রায় ২০০০ টাকা।

Advertisement

বাসিন্দাদের অভিযোগ, অধিকাংশ ক্ষেত্রেই বেলঘরিয়ায় ঘটে যাওয়া চুরির ঘটনার কিনারা হয়নি। পুলিশ জানায়, কাশীপুর, চিৎপুর-সহ কামারহাটি, নিমতা এমনকী গঙ্গা পেরিয়ে হুগলির দিক থেকেও চোরের দল ঢুকছে। এক পুলিশকর্তা অবশ্য বলেন, ‘‘টহলদারি বেড়েছে। তবে চুরির পরেই ভিন্‌ জেলায় পালাচ্ছে চোর। সে ক্ষেত্রে কিছুটা সমস্যা হলেও অধিকাংশ ঘটনার কিনারা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন