Kolkata Rain

অষ্টমীতে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা কলকাতায়, নবমী-দশমীতে কেমন থাকবে আবহাওয়া, জানাল আলিপুর

ষষ্ঠী এবং সপ্তমীতে বৃষ্টি-অসুরের দেখা না মিললেও, রেহাই পেল না অষ্টমী। মঙ্গলবার একটু বেলা গড়াতেই শহরে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিকেলেও। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০০
Share:

—ফাইল চিত্র।

ষষ্ঠী এবং সপ্তমীতে বৃষ্টি-অসুরের দেখা না মিললেও, রেহাই পেল না অষ্টমী। মঙ্গলবার একটু বেলা গড়াতেই শহরে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে অষ্টমীর বিকেল, এমনকি রাতেও। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, বৃ়ষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। পাশাপাশি বাজও পড়তে পারে বলে জানিয়েছেন আবহবিদেরা। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিই হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

তবে নবমী এবং দশমীতে শহরে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Advertisement

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে। তা নিম্নচাপ অঞ্চলে পরিণত হলে রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে। তার জেরে বুধবার কলকাতায় বৃষ্টি হবে। এ ছাড়াও বৃষ্টির পূর্বাভাস রয়েছে হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।

আবহবিদেরা জানিয়েছেন, বৃহস্পতিবার অর্থাৎ দশমীতে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার কথা উপকূল সংলগ্ন দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ায়। বাকি প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement