১০০ টাকা রেখে গেল ‘সদয়’ চোর

ফাঁকা বাড়ি পেয়ে ঢুকে ৪০ ভরি সোনা ও লক্ষাধিক টাকা চুরি করে টেবিলে দু’টো পঞ্চাশ টাকার নোট রেখে গেল চোর। গৃহকর্ত্রী কাঁদো কাঁদো গলায় বললেন, ‘‘সর্বস্ব লুঠ করে আমার একদিনের বাজার খরচ রেখে গিয়েছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৬ ০১:১৭
Share:

ফাঁকা বাড়ি পেয়ে ঢুকে ৪০ ভরি সোনা ও লক্ষাধিক টাকা চুরি করে টেবিলে দু’টো পঞ্চাশ টাকার নোট রেখে গেল চোর। গৃহকর্ত্রী কাঁদো কাঁদো গলায় বললেন, ‘‘সর্বস্ব লুঠ করে আমার একদিনের বাজার খরচ রেখে গিয়েছে।’’

Advertisement

রবিবার এমন ‘মহান’ চুরির ঘটনা ঘটেছে হাওড়ার শীতলাতলা চ্যাটার্জিহাটের ২৫১/৩ মহেন্দ্র ভট্টাচার্য
রোডের একটি বাড়িতে। চুরির অভিযোগ জানিয়েছেন ওই বাড়ির বাসিন্দা
অশোক সাঁতরা এবং তাঁর স্ত্রী নন্দা বন্দ্যোপাধ্যায় সাঁতরা।

পুলিশের অনুমান, এই ঘটনায় পরিচিত কোনও ব্যক্তির যোগ থাকতে পারে। বাড়ির বাসিন্দা ওই দম্পতি জানান, তাঁরা ২২ ডিসেম্বর গুজরাতে বেড়াতে যান। রবিবার বাড়ি ফিরে দেখেন, পিছনের দরজা ভাঙা। বিছানা, আলমারি লণ্ডভণ্ড। নন্দাদেবী জানান, তিনি আইনজীবী। পেশাগত কারণেই তাঁকে বাড়িতে টাকা রাখতে হয়। তিনি আরও জানান, ব্যাঙ্কের লকারে তিনি গয়না রাখতেন না। কিন্তু এমন কাণ্ড যে ঘটতে পারে, তা ভাবতেই পারেননি তাঁরা। স্থানীয় বাসিন্দারাও জানান, তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

Advertisement

তবে গত এক বছরে হাওড়ায় চুরির পরিসংখ্যানই বুঝিয়ে দিচ্ছে, এই চুরির ঘটনা ব্যতিক্রম নয়। পুলিশের হিসেব অনুযায়ী, ২০১৫ সালে প্রায় ৯০০ চুরির অভিযোগ জমা পড়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। খুব শীঘ্রই চোর ধরা পড়বে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement