শহরে তিনটি দুর্ঘটনায় জখম তিন

শহরে তিনটি পৃথক পথ-দুর্ঘটনায় জখম হলেন তিন জন। প্রথম দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল আটটা নাগাদ মা উড়ালপুলের উপরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর চল্লিশের অজ্ঞাতপরিচয় এক মহিলাকে একটি গাড়ি ধাক্কা মারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুন ২০১৬ ০৭:১২
Share:

শহরে তিনটি পৃথক পথ-দুর্ঘটনায় জখম হলেন তিন জন। প্রথম দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল আটটা নাগাদ মা উড়ালপুলের উপরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর চল্লিশের অজ্ঞাতপরিচয় এক মহিলাকে একটি গাড়ি ধাক্কা মারে। ওই মহিলা পার্ক সার্কাস সংলগ্ন এলাকায় ভিক্ষা করতেন। তিনি চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর দুই পায়ে আঘাত লেগেছে।

Advertisement

এ দিনই একই সময়ে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে শ্যামাপ্রসাদ মুখার্জি রোডে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি গাড়ির ধাক্কায় আহত হন আরও এক অজ্ঞাতপরিচয় মহিলা। তিনি এম আর বাঙুর হাসপাতালে ভর্তি। হাসপাতাল সূ্ত্রে খবর, তাঁর মাথায় আঘাত লেগেছে।

অন্য দিকে, সোমবার যতীন্দ্রমোহন অ্যাভিনিউ এবং নীলমণি মিত্র স্ট্রিটের সংযোগস্থলে একটি লরি আচমকাই একটি মোটরবাইককে ধাক্কা মারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় সিরাজ মনসুর (৫০) নামে ওই মোটরবাইক আরোহী জখম হন। তাঁর বাড়ি জাকারিয়া স্ট্রিটে। তিনি মেডিক্যাল কলেজে ভর্তি। লরি-সহ চালককে আটক করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement