Firearms Seized

শহরে একই দিনে দুই জায়গায় আগ্নেয়াস্ত্র-সহ ধরা পড়লেন তিন যুবক! বাজেয়াপ্ত হল পিস্তল, কার্তুজ

পুলিশ সূত্রে খবর, এজেসি বোস রোড উড়ালপুলের কাছে সাদ্দাম হুসেন নামে এক যুবক ধরা পড়েছেন। ৩২ বছর বয়সি ওই যুবক আনন্দপুর এলাকার পশ্চিম চৌবাগার বাসিন্দা। রাত প্রায় ১টা নাগাদ বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিলেন সাদ্দাম-সহ একদল যুবক।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ১৪:১৪
Share:

বাজেয়াপ্ত হওয়া আগ্নেয়াস্ত্র ও ধৃতেরা। ছবি: সংগৃহীত।

খাস কলকাতায় ফের আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার! মঙ্গলবার গভীর রাতে শহরের দুই জায়গায় পৃথক দু’টি ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে এক জন ধরা পড়েছেন গভীর রাতে এজেসি বোস রোড উড়ালপুলের কাছে। অন্য দু’জনকে তপসিয়া থেকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, এজেসি বোস রোড উড়ালপুলের কাছে সাদ্দাম হুসেন নামে এক যুবক ধরা পড়েছেন। ৩২ বছর বয়সি ওই যুবক আনন্দপুর এলাকার পশ্চিম চৌবাগার বাসিন্দা। রাত প্রায় ১টা নাগাদ বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিলেন সাদ্দাম-সহ একদল যুবক। তখনই তাঁকে গ্রেফতার করে হেস্টিংস থানার পুলিশ। যদিও সাদ্দামের সঙ্গীরা পালিয়ে গিয়েছেন। তাঁদের খোঁজ চলছে। সাদ্দামের কাছ থেকে একটি ৭ এমএম পিস্তল, ম্যাগাজ়িন এবং দু’টি কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। অস্ত্র আইনের অধীনে মামলা দায়ের করে শুরু হয়েছে তদন্ত।

অন্য দিকে, একই দিনে তপসিয়া থেকে ধরা পড়েছেন আরও দুই ব্যক্তি। অন্য দুষ্কৃতীদের কাছে আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্য নিয়ে মঙ্গলবার গভীর রাতে তপসিয়া রোডে দঁড়িয়ে ছিলেন ওই দুই যুবক। তখনই তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম মহম্মদ ফাহিম এবং মহম্মদ ফাইয়াজ়। দু’জনেই আনন্দপুরের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে একটি দেশি পিস্তল এবং দু’টি কার্তুজ উদ্ধার হয়েছে। ঘটনায় মামলা দায়ের করে তদন্তে নেমেছে তপসিয়া থানার পুলিশ। ওই দুই যুবক কাকে আগ্নেয়াস্ত্র বিক্রির জন্য গিয়েছিলেন, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement