Accident

পাদানি থেকে পড়ে অন্য বাসের চাকার নীচে! কোথাও গাড়ির ধাক্কা, পথ দুর্ঘটনায় কলকাতায় প্রাণ গেল তিন জনের

বৃহস্পতিবার সকালে হেমন্ত বসু সরণিতে মহাকরণ মেট্রো গেটের কাছে বাস থেকে পড়ে যান করণ সিংহ নামে এক যুবক। পাশ থেকে অন্য একটি বাস এসে পিষে দেয় তাঁকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ২৩:০২
Share:

— প্রতীকী চিত্র।

একই দিনে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন জন। বৃহস্পতিবার তিনটি ঘটনাই হয়েছে কলকাতা পুলিশের অধীনস্থ এলাকায়। নিহতদের বয়স ১৮ থেকে ৭৮ বছর।

Advertisement

বৃহস্পতিবার সকালে হেমন্ত বসু সরণিতে মহাকরণ মেট্রো গেটের কাছে বাস থেকে পড়ে যান করণ সিংহ নামে এক যুবক। পাশ থেকে অন্য একটি বাস এসে পিষে দেয় তাঁকে। ১৮ বছরের যুবককে মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হেয়ার স্ট্রিট থানায় মামলা রুজু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুকুন্দপুর থেকে হাওড়াগামী বাস থেকে পড়ে যান যুবক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসের পাদানিতে ছিলেন তিনি। সেখান থেকে পড়ে গেলে অন্য বাস চাপা দেয়। দুর্ঘটনার সময়ে তিনি ফোন করছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ঘাতক বাসটিকে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। চালককে আটক করা হয়েছে।

কিংসওয়ে পলাশি গেট রোডে এক পথচারীকে ধাক্কা দেয় একটি গাড়ি। ওই ঘটনায় মৃত্যু হয়েছে পথচারীর। তাঁর নাম শুভেন্দু হাজরা। বয়স ৭৮ বছর। ময়দান থানায় মামলা রুজু হয়। গাড়িটিকে আটক করা হয়েছে। তবে চালক ফেরার।

Advertisement

বৃহস্পতিবারই বাসন্তী হাইওয়েতে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে আলমগির মোল্লা নামে এক যুবকের। তাঁর বয়স ২৩ বছর। গাড়ি ধাক্কা দিলে তাঁকে নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মাধবপুর থানায় মামলা রুজু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement